Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা থেকে রেহাই মেলেনি ইতিহাস সেরা ডিফেন্ডার মালদিনির


২২ মার্চ ২০২০ ১২:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সময় ইতালি আর এসি মিলানের রক্ষণভাগ সামলেছেন একাই। সামলেছেন বাঘা বাঘা স্ট্রাইকারদের। আসতে দেননি ডি বক্সের কাছেই আর সেই কিংবদন্তি পাওলো মালদিনিই পারলেন না করোনাভাইরাস রুখতে। আক্রান্ত হয়ে পড়লেন কোভিড-১৯ এ। মালদিনি অবশ্য একাই নন সঙ্গে আক্রান্ত হয়েছে তার ছেলে ড্যানিয়েল মালদিনিও। ড্যানিয়েল বর্তমানে এসি মিলানের ফুটবলার।

ইতালির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার মালদিনির বর্তমান বয়স ৫১ বছর। নিজের সময়ের সেরা তো বটেই অনেকের মতে ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা ডিফেন্ডার তিনি। ইতালির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩ ম্যাচ এবং ২২১৬ মিনিট খেলার রেকর্ডটিও মালদিনির অধীনে।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের পুরো সময়টা কাটিয়েছেন এসি মিলানের জার্সি গায়ে। অবসরের পর এখন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্য দিকে, তার ছেলে ১৮ বছর বয়সি ড্যানিয়েল মালদিনির এই মৌসুমেই অভিষেক হয়েছে এসি মিলানের জার্সিতে।

সংবাদমাধ্যমে পাওলো মালদিনির করোনাভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ হওয়ার পর এসি মিলানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, ‘পাওলো মালদিনি জানতে পেরেছেন যে, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এই ভাইরাসের সংক্রমণ হলে যে লক্ষণগুলো দেখা যায়, তা তার মধ্যে ফুটে উঠেছিল। টেস্টে তার পজিটিভ রিপোর্টও এসেছে। একই অবস্থা তার ছেলে ড্যানিয়েলেরও। পাওলো ও ড্যানিয়েল এখন ভালো আছেন। দু’জনেই ঘরে কাটিয়ে ফেলেছেন দুই সপ্তাহ। এই সময় কারও সংস্পর্শেও আসেননি। পুরোপুরি সেরে ওঠার জন্য যত দিন প্রয়োজন, তত দিন কোয়ারেনটাইনে থাকবেন তারা দু’জন।’

ইতিহাস সেরা ডিফেন্ডার করোনাভাইরাসে আক্রান্ত পাওলো মালদিনি হোম কোয়ারেনটাইনে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর