করোনার বিরুদ্ধে লড়াইয়ে লেভান্ডফস্কির দান ৯ কোটি টাকা
২২ মার্চ ২০২০ ১৩:৩১
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ বিশ্ব মহামারিতে রোববার (২২ মার্চ) পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৭২৫ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪ জনের। এছাড়াও চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৯৫ হাজার ৭৯৭ জন। এমন মহামারীতে সাধারণের পাশে এসে দাঁড়ালেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি। তিনি এবং তার স্ত্রী অ্যানা মিলে ১ মিলিয়ন ইউরো দান করেছেন।
কোভিড-১৯ রোগ বিশ্বের ১৮৮ দেশে বিস্তৃত হয়েছে। মৃত ও আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এবং সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে রোববার (২২ মার্চ) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৫৭৮ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২৫ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ৮০০ প্রাণহানির ঘটনা ঘটেছে।
এমন পরিস্থিতিতে লেভান্ডফস্কির বায়ার্ন মিউনিখের দুই সতীর্থ লিওন গোরেতজেকা এবং জসুয়া কিমিচ একটি সংস্থা দাঁড় করায়। তারা দুইজন মিলে ‘উই কিক করোনা’ নামের এক ফান্ড চালু করেন। যেখানে বিশ্বের সকল ফুটবলাররা নিজেদের ইচ্ছামতো দান করছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য।
লেভান্ডফস্কি তার ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা চারপাশের এই দুরবস্থা সম্পর্কে অবগত আছি। তাই তো আজ আমরা সবাই একটি দলের হয়ে খেলব বলে সিদ্ধান্ত নিয়েছি। চল সবাই মিলে শক্তিশালী হই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে। এই ভাইরাসে আমাদের সবাইকে আক্রান্ত করতে পারে। তাই আমাদের সকলের উচিৎ নির্দেশনা মেনে চলা। আমরা বিশ্বাস করি সবাই মিলে চেষ্টা করলে এই ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারব। আর শষ পর্যন্ত আমরা বিজয়ী হবোই।’