বেতন কমাতে মেসিদের সঙ্গে আলোচনায় বার্সা
২৩ মার্চ ২০২০ ১৪:৩১
করোনাভাইরসের প্রভাবে থমকে গেছে জনজীবন আর সেই সঙ্গে থমকে গেছে ইউরোপের ফুটবলও। থমকে যাওয়া ফুটবলের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্লাবগুলো। আর ক্লাবগুলো ক্ষতি পুষিয়ে উঠতে এবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসছে। ফুটবল ক্লাব বার্সেলোনা এ বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণ করল। লিওনেল মেসি, জেরার্ড পিকেদের সঙ্গে বেতন কমানো নিয়ে আলোচনায় বসেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ।
খেলা মাঠে না গড়ানোয় ক্ষতির মুখে বার্সেলোনা। তাদের বাৎসরিক খরচ ছাড়িয়েছে ১০০ কোটি ইউরোতে। যা খেলা না গড়ানোয় পুষিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। আর তাই তো কোনো পথ খোলা না পেয়ে বার্সা বোর্ড ধর্না দিয়েছে খেলোয়াড়দের কাছেই।
যেহেতু খেলা মাঠে গড়াচ্ছে না সেহেতু খেলোয়াড়রা যেন তাদের বেতন না নেন- এমনটাই আশা বার্সেলোনা বোর্ডের। এখন পর্যন্ত খেলোয়াড়দের মনোভাব ক্লাবকে সাহায্য করার পক্ষেই রয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।
করোনাভাইরাসের প্রভাবে স্থগিত লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ। সম্প্রতিই মাঠে ফুটবল গড়ানোর সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আর তাতেই লোকসান গুনতে হচ্ছে ক্লাবগুলোকে।