ফিফা চ্যাম্পিয়ন অ্যাসেনসিও, সাহায্য পাবে করোনায় আক্রান্তরা
২৩ মার্চ ২০২০ ১৬:০১
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এর ১৪ হাজারের মতো মানুষ মৃত্যু বরণ করেছেন এবং আক্রান্তের সংখ্যা ৩ লাখের উপরে। আর স্পেনে এই রোগ ছড়িয়ে পড়ছে দ্রুতই। তাই তো স্পেনের সাধারণের সাহায্যের জন্য এগিয়ে এসেছে লা লিগা। আয়োজন করেছে অনলাইন ফুটবল গেম ফিফা টুর্নামেন্ট। সেখান থেকে অর্জিত অর্থ দান করা হচ্ছে করোনায় আক্রান্তদের সাহায্যে। গতকাল অনুষ্ঠিত এই টুর্নামেন্টে লা লিগার বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধি হিসেবে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এবং রিয়াল মাদ্রিদের হয়ে অংশগ্রহণ করা মার্কো অ্যাসেনসিও টুর্নামেন্ট জয়ী হন।
এই টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৪২ হাজার ইউরো সংগ্রহ করেছে লা লিগা। যার সম্পূর্ণটাই পাঠিয়ে দেওয়া হবে করোনাভাইরাসেন আক্রান্তদের সাহায্যে। এবং এই অর্থের পরিমাণ সেখানেই থেমে নেই। আরও বেড়ে চলেছে বলেই জানিয়েছে লা লিগা। অনলাইন গেম ফিফা ২০ এর এই টুর্নামেন্টে লা লিগার ১৯টি দল অংশগ্রহণ করে। কেবল বার্সেলোনা করোনায় আক্রান্তদের সাহায্যের জন্য আয়োজিত এই টূর্নামেন্টে অংশগ্রহণ করেনি।
মার্কো অ্যাসেনসিও ফাইনালে লেগানেসের আইতর রুবিয়ালকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন। আর ফাইনালে হ্যাজার্ড এবং গ্যারেথ বেলকে দিয়েই দুর্দান্ত পারফরম্যান্স করান।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই মহামারীতে এখন পর্যন্ত স্পেনের প্রায় ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। যার মধ্যে মৃত্যুবরণ করেছে ১৮১৩ জন। চলতি মাসের প্রথম সপ্তাহেই স্থগিত ঘোষণা করা হয় সব ধরনের ফুটবল। আর এরপর থেকেই ফুটবলাররা হোম কোয়ারেনটাইনে অবস্থান করছেন। আর সেখান থেকেই সাধারণের সাহায্যের জন্য এমন টুর্নামেন্ট আয়োজিত লা লিগা ও মার্কার সম্মিলিত উদ্যোগে।