করোনা মোকাবিলায় এগিয়ে এলেন পাঠান ভাইয়েরা
২৫ মার্চ ২০২০ ১০:৫৭
করোনাভাইরাসের প্রকোপে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বিশ্বে। প্রতি দিনই মারা যাচ্ছে কয়েকশ মানুষ। আক্রান্ত হচ্ছেন হাজার হাজার। কঠিন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ভারতের দুই তারকা ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান।
দুই ভাই মিলে সাধারণ মানুষের মাঝে ৪ হাজার মাস্ক বিতরণ করেছেন। ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের বাবা মাহমুদ খান পাঠানের নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন দুই ভাই। এই ট্রাস্টের পক্ষ থেকেই মাস্ক বিতরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ইরফান পাঠান নিজেই। তিনি বলেছেন, ‘সমাজের মানুষের জন্য এই সামান্যটুকু কাজ করতে পেরে খুবই আনন্দিত লাগছে। আপনারাও সামর্থ্য অনুসারে জনস্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’
চিকিৎসকদের কথা মেনে এই সময়ে জমায়েত এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন অনেকদিন দাপুটের সঙ্গে ভারতীয় দলের হয়ে খেলা ইরফান।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন চার লাখেরও বেশি মানুষ। ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫১১। মৃত্যু হয়েছে ১০ জনের।
ইউসুফ পাঠান ইরফান পাঠান করোনাভাইরাস করোনাভাইরাস মোকাবিলা পাঠান ভাইয়েরা