রোনালদোদের বেতন স্থগিত করবে সিরি ‘আ’
২৮ মার্চ ২০২০ ১৪:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ইতালি। থমকে গেছে সেখানকার সাধারণ জীবনযাত্রা। প্রতিদিনই মারা যাচ্ছেন শত শত মানুষ। বিশ্বজুড়ে যেখানে ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছে সেখানে এক ইতালিতেই এক তৃতীয়াংশ অর্থাৎ ৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আর এবার এমন মহামারিতে স্থগিত হওয়া ফুটবলারদের বেতনও স্থগিত করতে যাচ্ছে ইতালিয়ান সিরি আ।
জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, লাৎজিও কিংবা নাপোলি সব দলগুলো মিলে ফুটবলারদের বেতন স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে এক মত হয়ে ক্লাবগুলো। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট স্প্যানিশ দৈনিক এএস’কে জানিয়েছে, ‘আমরা ইতালিয়ান ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি।’
কেবল নিজেদের জন্যই নয়; আর্থিকভাবে অসচ্ছল ক্লাবগুলোকে সাহায্যের লক্ষ্যেও ফুটবলারদের বেতন স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিরি আ। ইতালিয়ান লিগের প্রধান নির্বাহি পাওলো ডাল পিনো এবং লুইগি দে সিয়েরভো ইতালিয়ান ফুটবলারদের সংস্থাকে এ ব্যাপারে অবহিত করেন। ইতালিয়ান পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন’র প্রেসিডেন্ট ডামিয়ানো টমিয়াসিকে এ ব্যাপারে অবহিত করেছে সিরি আ।
স্প্যানিশ দৈনিক জানিয়েছে খেলোয়াড়দের অ্যাসোসিয়েশন এবং সিরি আ এর মধ্যেই একটি চুক্তিতে পৌঁছেছে আগামি ৩০ মার্চ এর মধ্যেই দুই পক্ষের এই চুক্তি সম্পন্ন হবে বলেও জানায়।
ইতালিয়ান সিরি আ করোনা মোকাবিলা করোনাভাইরাস ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলারদের বেতন বেতন স্থগিত