Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার বিপক্ষে বিজয়ের দ্বারপ্রান্তে দিবালা


২৮ মার্চ ২০২০ ১৭:০০

করোনাভাইরাস সবে ইউরোপে ছড়াতে শুরু করেছে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা আক্রান্ত হয়েছিলেন তখনই। প্রথমে অবশ্য ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। পরে দিবালা নিজেই জানান বন্ধবীসহ করোনায় আক্রান্ত তিনি। কঠিন সেই সময়গুলো অনেকটাই কাটিয়ে উঠেছেন জুভেন্টাস তারকা।

২৬ বছর বয়সী তরুণ জানিয়েছেন, করোনাভাইরাসকে থেকে অনেকটাই সেরে উঠেছেন তিনি। শিগগিরই অনুশীলনে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন দিবালা।

বিজ্ঞাপন

জুভেন্টাসের ওয়েবসাইটকে একান্ত সাক্ষাৎকারে দিবালা বলেছেন, ‘আমি এখন অনেক ভালো বোধ করছি। আগের চেয়ে অনেক ভালো লাগছে আমার। আমার শরীরে খুবই ভয়ংকর লক্ষণ দেখা দিয়েছিল। বিশেষ করে দুই দিন আমার খুবই কঠিন গেছে। তবে এখন অনেকটাই ভালো। আর কোনো লক্ষণ টের পাচ্ছি না। আগের চেয়ে অনেক ভালোভাবে নড়াচড়া করতে পারছি। আশা করছি শিগগিরই অনুশীলনে নামতে পারতে পারব।’

গত ২১ মার্চ দিবালার শরীরে করোনার সংক্রামণ নিশ্চিত হওয়া যায়। তার পরের দিনগুলো কেমন কেটেছে? দিবালার মুখেই শুনুন, ‘লক্ষণগুলো যখন বেশি করে দেখা দিয়েছিল তখন খুবই অস্বস্তিতে কেটেছে। অল্পতেই হাঁপিয়ে উঠতাম। শ্বাসও নিতে কষ্ট হতো। কিছুই করতে পারতাম না। পাঁচ মিনিটের মধ্যেই ক্লান্ত হয়ে পড়তাম। শরীর ভারী হয়ে যেত আর শরীরে তীব্র ব্যাথা অনুভব হতো। তাই চুপচাপ ঘরেই বসে থাকতাম।’

দিবালা জানালেন তার সঙ্গে তার বন্ধবীও এখন অনেকটা সুস্থ, ‘ভাগ্য ভালো যে আমি আর আমার বন্ধবী এখন অনেকটাই সুস্থ।’

করোনাভাইরাস পাওলো দিবালা সেরে উঠছেন

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর