ফুটবল খেলা দেখেন না বার্সার গোলরক্ষক
২৯ মার্চ ২০২০ ২০:২৯
মার্ক আন্দ্র টার স্টেগান তর্কাতীত ভাবেই বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। অন্ততপক্ষে পরিসংখ্যান তো তাই বলছে। বার্সেলোনার জার্মান গোলরক্ষক স্টেগান দুর্দান্ত পারফরম্যান্স করে মৌসুম জুড়ে বাঁচিয়ে আসছেন কাতালানদের। চলতি মৌসুমেও যে পারফরম্যান্সের ঘাটতি চোখে মেলে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টেগান জানালেন মাঠের বাইরে ফুটবল সম্পর্কে তার ধারণা নেই বিন্দুমাত্র। এমনকি ফুটবল খেলাও দেখেন না বলা জানিয়েছেন এই জার্মান গোলরক্ষক।
করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে নেমে এসেছে স্থবিরতা। ক্রীড়াঙ্গনও স্থগিত হয়ে পড়েছে। থেমে আছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এমনকি বাতিল হয়েছে এবছরের ইউরোও। তাই তো ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন ফুটবলাররা। এল পেইসের সঙ্গে স্কাইপের মাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। সেখানেই জানালেন চমকপ্রদ যতসব তথ্য।
স্টেগান জানান, ‘আমি যখন মানুষকে বলি আমার ফুটবল সম্পর্কে কোনো জ্ঞান নেই তখন সবাই আমার ওপর হাসে। আমি সত্যিই তেমন একটা ফুটবল দেখি না। যদি ভালো বড় কোনো ম্যাচ থাকে কেবল তখনই দেখি। এছাড়া আমি ফুটবল দেখিই না। আমার অনেক বন্ধুরা আমার কাছে অনেক ফুটবলারের নাম বলে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু আমি তাদের বলতে পারি না। কারণ আমি তাদের আসলে চিনিই না।’
কেবল ফুটবল দেখেন না স্টেগান সেটাই নয়; লা লিগায় নিজেদের প্রতিপক্ষদের সম্পর্কেও তেমন কিছু জানেন না এই জার্মান। নিজেই শিকার করেছেন তিনি। স্টেগান বলেন, ‘মাঝে মধ্যে আমি লা লিগায় আমাদের প্রতিপক্ষের নামও ঠিকমতো বলতে পারি না। কারণ আমি তাদের সম্পর্কে জানিই না। তবে আমি মাঠের মধ্যে প্রতিপক্ষের ফুটবলাররা কিভাবে খেলে সেটা বেশ ভালো করেই জানি। কারণ আমরা ম্যাচের আগে সব কিছু ভিডিও দেখে বিশ্লেষণ করি।’
গোলরক্ষক জার্মানী ফুটবল বার্সেলোনা মার্ক আন্দ্রে টার স্টেগান