Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নারী ক্রিকেটারদের জন্য বিসিবি’র আর্থিক সহযোগিতা ঘোষণা


৩০ মার্চ ২০২০ ১৩:০১ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের প্রভাবে দেশের উদ্ভুত পরিস্থিতিতে গত শনিবার বিসিবি’র চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের জন্য এক কালীন ত্রিশ হাজার টাকার সহযোগিতা ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর ঠিক একদিন বাদে অপেক্ষাকৃত অস্বচ্ছল নারী ক্রিকেটাদের জন্যও আর্থিক সহযোগিতার ঘোষণা এল। যে সকল নারী ক্রিকেটার ২০১৮-২০১৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলেছেন এবং ২০১৯-২০২০ মৌসুমে বিসিবি’র সিলেকশন ক্যাম্পে আছেন তাদের জন্য এক কালীন ২০ হাজার টাকা ঘোষণা করেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

করেনায় সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকায় তাদের কল্যাণের বিষয়টি মাথায় রেখেই সহযোগিতার হাত প্রসারিত করেছে বিসিবি।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্ধৃতি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছেলেদের মতো অধিকাংশ নারী ক্রিকেটাররাই আয়ের উৎস হিসেবে ঘরোয়া ক্রিকেটের দিকে তাকিয়ে থাকেন। পাশাপাশি তাদের জন্য আমাদের অনুশীলন ক্যাম্প আয়োজনের কথা ছিল যা কীনা কোভিড-১৯ রোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে অনেকটা জোর করেই ক্রিকেটারদের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি মনে করি এমতাবস্থায় তাদের সাহায্য করা প্রয়োজন।’

আর্থিক সহায়তা করোনা মোকাবিলা করোনাভাইরাস নাজমুল হাসান পাপন নারী ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর