Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আতঙ্ক নিয়ে ঢাকা ছাড়লেন কাকার সতীর্থ


৩০ মার্চ ২০২০ ২০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে পুরো বিশ্বজুড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভয়াবহতা বাড়ছে। এমন আতঙ্ক নিয়ে দেশটিতে ফিরে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাংলাদেশ পুলিশ দলের বিদেশি স্ট্রাইকার সিডনি অ্যাডাম রিভেরা।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিমানে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ব্রাজিলিয়ান তারকা কাকার এই সাবেক সতীর্থ।

একান্তই পরিবারের স্বার্থে আরও ৪২২ জন যাত্রীসহ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিডনি। বিমানে এই ফুটবলারের সঙ্গে আছেন মার্কিন কূটনীতিক ও নাগরিকরা। ৪২৩ জন যাত্রীর মধ্যে ১৫ জন বাংলাদেশী নাগরিক, একজন ভিয়েতনাম এবং একজন জাপানেরসহ মোট ৪০৬ জন মার্কিন নাগরিক।

বিজ্ঞাপন

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকায় ফিরে আসবে বলে জানায় মার্কিন দূতাবাস। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরতে জোর করছে না বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রে পরিস্থিতি দিন দিন আরও অবনতি ঘটছে।

এরই মধ্যে বিশ্বক্রীড়াঙ্গনের ধারাবাহিকতায় দেশের ফুটবল অনর্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। লিগ বন্ধ থাকায় ফুটবলাররা ক্যাম্প ছেড়েছেন। বিদেশি ফুটবলাররা যে যার অ্যাপার্টমেন্টে হোম কোয়ারেনটাইনে অবস্থান করছেন।

সিডনি রিভেরা বাংলাদেশ পুলিশের হয়ে খেলতে নেমেই প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। চারটি গোল করেছেন পুয়ের্তোরিকোর এই ফুটবলার। লিগে ৫ ম্যাচে একবার জালের সন্ধান পেয়েছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

অ্যাডাম রিভেইরা করোনাভাইরাস ঢাকা ছাড়লেন পুলিশ এফসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর