Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যথার কথা শোনালেন পেইন


৩১ মার্চ ২০২০ ১৬:০৪

করোনাভাইরাসের প্রকোপে অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের থাকার কথা ছিল পাকিস্তানে। কিন্তু করোনার কারণে অনেক আগেই স্থগিত করা হয়েছে সফরটি। প্রিমিয়ার লিগ শুরুতেই থেমে গেছে। দেশের ক্রিকেটভক্তরা তাকিয়ে ছিল আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দিকে। জুনের শুরুতে বাংলাদেশে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপের অ্যাওয়েতে দুটি ম্যাচ খেলার কথা ছিল অজিদের। কিন্তু অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন বলছেন, এই সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আর লাশের সারি দিন দিন বেড়েই চলেছে। ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো অসহায় হয়ে পড়েছে। করোনা আক্রান্তের তালিকায় অস্ট্রেলিয়া, বাংলাদেশও রয়েছে। ফলে জুনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে অস্ট্রেলিয়ানরা বাংলাদেশে সিরিজ খেলতে আসতে পারবেন বলে মনে করছেন না পেইন।

এক প্রশ্নের উত্তরে অজি অধিনায়ক বলেন, ‘জুনে বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা যে নেই সেটা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে না।’

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা ১১ জুন, চট্টগ্রামে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ১৯ জুন। পেইন বললেন, ‘সফর বাতিল হচ্ছে নাকি পেছানো হবে সেটা এই মুহূর্তে নিশ্চিত নয়। তবে এটা কয়েকটা ম্যাচের ব্যাপার মাত্র। দিন শেষে যদি এটা মিস করতেই তাহলে সেটাই হোক।’

এদিকে, করোনাভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রীড়া ক্ষেত্রে। ফুটবল ফেডারেশন কর্মীদের একটা বড় অংশ ছাটাই করে দিয়েছে। ফুটবল ও রাগবিতে খেলোয়াড়দের বেতন কাটা হয়েছে। ক্রিকেটেও তেমন সিদ্ধান্ত আসতে পারে। পেইন বললেন, এই কঠিন সময়ে তারা প্রস্তুত আছেন এতে।

অজি দলপতি বলেন, ‘এই বিষয়ে আলোচনা শুরু হবে আগামী সপ্তাহে। তাই স্বাভাবিকভাবেই আমাদের তালিকা (কেন্দ্রীয় চুক্তি) প্রকাশে দেরি হচ্ছে। ফুটবল ও বাকি খেলাগুলোর মতো আমাদেরও যদি এমনটি করতে হয় তাহলে আমরা অবশ্যই প্রস্তুত আছি। যেন খেলাটি বেঁচে থাকে এবং আসন্ন বছরগুলো সঠিক অবস্থায় থাকে।’

অজি ক্রিকেটার অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর