করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু ওই সময়ে তো নয়ই, আইপিএলের এবারের আসরটা আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা।
কারণ করোনার যে প্রকোপ তাতে সম্ভবত অল্প দিনের মধ্যে খেলাধুলা শুরু করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের সিডিউল বিড়ম্বনা আরও বাড়বে। সামনেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ অপেক্ষা করছে। ফলে আইপিএল আয়োজনে ফাঁকা সময় বের করা বেশ কঠিন।
তবে এটাও ঠিক যে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ‘সোনার ডিম পাড়া হাঁস’কে জিইয়ে রাখতে সব ধরনের চেষ্টাই করবে। আইপিএল যাতে বাতিল করতে না হয় সে জন্য বেশ কিছু বিকল্পের কথা চিন্তা করছে বিসিসিআই। তার মধ্যে একটি নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়টা বেছে নেওয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে ১৮ অক্টোবর। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বকাপের সময়সূচি যদি নড়চড় হয় তবে ওই সময়ে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। বার্তা সংস্থা আইএএনএসকে এমন কথাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। আইপিএল আয়োজনে আইসিসিকে নাকি বিশ্বকাপ পেছানোর অনুরোধও করে রেখেছে বিসিসিআই!
ভারতীয় ক্রিকেট বোর্ড ওই কর্তা বলেন, ‘বর্তমানের যে অবস্থা তাতে মনে হচ্ছে আইসিসি যদি বিশ্বকাপ পিছিয়ে দেয় তবেই আমরা আইপিএল আয়োজন করতে পারব। করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে সেটা আগে থামতে হবে, মানুষের নিযন্ত্রণ আনতে হবে। এর মাঝে অনেক হিসেব আছে।’
তবে বিশ্বকাপ পিছিয়ে দেওয়া মানে টুর্নামেন্টটির এই আসরটি যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া সেটাও স্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘তবে আবারও বলছি, যদি এবারের বিশ্বকাপ পিছিয়ে যায় তবে সেটা কোনভাবেই ২০২২ সালের আগে আর আয়োজন করা যাবে না। কারণ তার আগে কোন ফাঁকা জায়গা নেই।’