নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও হুমকির মুখে!
৩ এপ্রিল ২০২০ ১৩:০১
সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় দু’টি ম্যাচ খেলতে বাংলাদেশ আসার কথা কেন উইলিয়ামসনদের। কিন্তু করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য ওই সফর নিয়ে সন্দিহান নিউজিল্যান্ড ক্রিকেটে বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তার মতে, খেলাধুলার চেয়ে আপাতত মানুষের ভালো থাকার বিষয়টিই প্রাধান্য দিতে হবে।
সামনে ব্যস্ত ক্রিকেট সূচি নিউজিল্যান্ড ক্রিকেট দলের। জুন-জুলাইয়ে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা কিউইদের। তারপর আসার কথা বাংলাদেশে। বর্তমান পরিস্থিতিতে আগস্টের বাংলাদেশ সফরের পাশাপাশি জুন-জুলাইয়ের সিরিজগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) এক প্রশ্নের উত্তরে ডেভিড হোয়াইট বলেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে যুক্ত, তাদের জন্য। তবে সার্বিকভাবে বিষয়টি নিয়ে ভাবতে হবে। করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব এখন ঘরবন্দি। এখন মানবজাতির ভালো থাকার পাশাপাশি সমাজের ভালোও চিন্তা করতে হবে আমাদের।’
হোয়াইট বলেন, ‘সব বন্ধ হয়ে যাওয়াতে ক্রিকেটের যে সমস্যা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। এখন নিউজিল্যান্ডের ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে আমাদের।’
একটা বিষয় অবশ্য স্বস্তিই দিচ্ছে হোয়াইটকে। করোনাভাইরাসের প্রকোপে যখন ক্রিকেট বন্ধ হওয়া শুরু করেছিল, ততক্ষণে নিউজিল্যান্ডের ক্রিকেট মৌসুম শেষ। ঘরের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করতে হয়নি কিউইদের। হোয়াইট বলছিলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট শুরু হয়েছে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড ক্রিকেটে বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর বাংলাদেশ-নিউজিল্যান্ড সফর নিয়ে অনিশ্চয়তা