এবার ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছেন মাশরাফি
৪ এপ্রিল ২০২০ ১৫:৫৬
সারা বিশ্বের মতো করোনাভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও। দেশের এই ক্রান্তিলগ্নে নিয়মিতই বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে সদ্য সাবেক হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সহায়তাও দিয়ে আসছিলেন মাশরাফি। এবার চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নিলেন নড়াইল-২ আসনের এই সাংসদ।
এক ভিডিও বার্তায় মাশরাফি ঘোষণা দিয়েছেন, রোববার (৫ এপ্রিল) থেকে নড়াইল জেলায় মেডিকেল স্বাস্থ্যসেবা দেবেন দু’জন চিকিৎসক।
মৌসুম পরিবর্তনের এই সময়টাতে অনেক মানুষেরই জ্বর, কাশির মতো ছোটখাটো অসুখগুলো দেখা দেয়। জ্বর, কাশি আবার করোনাভাইরাসেরও লক্ষণ। ফলে অনেক সময় দেখা যাচ্ছে সাধারণ জ্বর, কাশিতে আক্রান্ত রোগীরাও বিড়ম্বনায় পড়ে যাচ্ছেন। তাদের জন্যই মূলত মাশরাফির এই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার উদ্যোগ।
ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘প্রিয় নড়াইলবাসী, আসসালামুআলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রোববার (৫ এপ্রিল) ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি। কারণ করোনারোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং ওইখানে (ভ্রাম্যমাণ টিমে) দু’টা মোবাইল নম্বর থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দু’জন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মিনী ডা. স্বপ্না রানী সরকার।’
এই উদ্যোগে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাশরাফি আশা করেছেন, ‘অল্প সময়ের মধ্যেই করোনার প্রকোপ থেকে মুক্তি মিলবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা সকলে ঘরে থাকবেন। ধৈর্য্য ধারণ করবেন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উৎরে যাবো বলে আশা করছি। আবারও বলছি আপনাদের (সাধারণ মানুষের) সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নিবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান এই সিদ্ধান্তটা নেয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।’
করোনা মোকাবিলা করোনাভাইরাস নড়াইল এমপি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মাশরাফি বিন মুর্ত্তজা