Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘর মোছেন, ঝাড়ু দেন, বিছানাও করেন মিঠুন


৫ এপ্রিল ২০২০ ১৩:৪১

করোনার সময়টা অন্যান্যদের মতো মোহাম্মদ মিঠুনও ঘরবন্দী। জরুরী প্রয়োজন না হলে বাইরে যাচ্ছেনই না। কিন্তু কীভাবে কাটছে তার এই সময়টা? একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ঘরে বসে ফিটনেস ধরে রাখার চেষ্টায় রত থাকবেন সেটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এর বাইরে কী করছেন? যা করছেন, তা অবশ্যই দৃষ্টান্তস্থাপনকারী। রান্না তিনি পারেন না। তবে নিয়ম করে প্রতিদিনই গোসলের আগে ঘর ঝাড়ু দেন ও মোছেন। সম্ভব হলে ঘুমোতে যাওয়ার আগে বিছানাও পরিপাটি করে পরিষ্কার করেন।

বিজ্ঞাপন

আর এরসবই তিনি করছেন সন্তান সম্ভবা স্ত্রীর সাহায্যার্থে। কেননা চলতি মাসেই তাদের ঘর আলোকিত করে আসার কথা রয়েছে দ্বিতীয় সন্তানের।

রোববার (৫ এপ্রিল) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে একথা জানালেন লাল সবুজের এই ব্যাটসম্যান।

মিঠুন বললেন, ‘আমি গোসলের আগে ঘর মুছি ও ঝাড়ু দেই। প্রতিদিনই করার চেষ্টা করছি। যেহেতু আমার স্ত্রী সন্তান সম্ভবা তাই বিছানাও করতে হয়। রান্না করতে পারি না। ডাক্তার এই মাসেই আমার স্ত্রীকে সন্তান প্রসবের সময় দিয়েছেন। এই সময়ে ওকে যতটুকু সম্ভব সাহায্য প্রয়োজন করছি।’

করোনায় চার দেয়াল বন্দী সময়ে ক্রীড়া তারকাদের অনেকেই অনেক কিছু করছেন। ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান শিখর ধাওয়ান বাথরুম পরিষ্কার করেন সপ্তাহ দুয়েক আগে তা চাউড় হয়েছে। কপিল দেবের ঘর মোছার খবরও ক্রীড়া প্রেমীদের অজানা নয়। এবার জানা গেল মোহাম্মদ মিঠুনের খবরও।

করোনা মোকবিলা করোনাভাইরাস মোহাম্মদ মিঠুন হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর