Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের ক্লাবের ফুটবলারদের বেতন কাটবেন না ভিদাল


৫ এপ্রিল ২০২০ ১৭:৫৮

বার্সেলোনার চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল চিলির তৃতীয় বিভাগের একটি দলের মালিক। তার ক্লাবের নাম রোডেলিন্দো রোমান। বার্সেলোনার এই মিডফিল্ডার নিজেই এই ক্লাব পরিচালনা করেন। আর অন্যান্য সব দেশের মতো চিলিও করোনাভাইরাসে আক্রান্ত। বন্ধ আছে সেদেশের ফুটবল লিগও। তাই আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারে ক্লাবটি।

তবে ক্লাবের মালিক আর্তুরো ভিদাল জানিয়ে দিয়েছেন তার ক্লাবের খেলোয়াড় থেকে শুরু করে কোনো কর্মকর্তাকেই তাদের বেতন নিয়ে দুঃশ্চিন্তা করতে হবে না। খেলা চলুক আর না চলুক ক্লাবের সঙ্গে যুক্ত সকলেই নিজেদের প্রাপ্য বেতন পাবেন যথা সময়ে।

বিজ্ঞাপন

অন্যদিকে ফুটবল ক্লাব বার্সেলোনা তাদের আর্থিক ক্ষতি কমাতে খেলোয়াড়দের বেতনের ৭০ শতাংশ কেটে নিচ্ছে। আর তাতে রাজীও হয়েছে খেলোয়াড়রা। তবে এমন সময়েও স্রোতের বিপরীতে হাটছেন আর্তুরো ভিদাল।

ভিদাল জানান, ‘খেলা চলুক আর না চলুক ক্লাবের সকলে সময় মতো নিজেদের বেতন পেয়ে যাবেন।’ এছাড়াও চিলির সাধারণ মানুষকে সহযোগিতার জন্য গ্যারি মেডেল এবং রেড ক্রসের সঙ্গে যুক্ত হয়ে অর্থ সংগ্রহে নেমেছেন এই তারকা ফটবলার।

আর্তুরো ভিদাল করোনা ভাইরাস নিজের ক্লাব ফুটবল বার্সা তারকা বেতন কমাবেন না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর