Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেমির পর অসহায়দের পাশে পল ওয়াটকিস


৫ এপ্রিল ২০২০ ১৭:৪০

ঢাকা: করোনাক্রান্তিতে দেশের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষজন। একবেলা রুটি-রুজি ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন ক্রান্তির সময় দেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। এরই ধারাবাহিকতায় দিনমজুরদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট পল ওয়াটকিস।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই ইংলিশ কোচ খাবার দিয়ে দুস্থদের পাশে দাঁড়ালেন। এর আগে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে’ও তিন’শ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল হাল সিটির কোচের দায়িত্ব পালন করা ওয়াটকিস ইংল্যান্ডে অবস্থান করেও বাফুফের নিয়মিত মানবিক উদ্যোগে সামিল হয়েছেন। আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে দুস্থদের খাবারে অবদান রেখেছেন।

এ বিষয়ে বাফুফের মিডিয়া প্রধান ও জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিত জানান, ‘করোনাক্রান্তিতে দুস্থ মানুষদের দুপুরের খাবার দেয়ার নিয়মিত আয়োজনে অবদান রেখেছেন পল স্টুয়ার্ট ওয়াটকিস।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অসহায়দের পাশে ওয়াটকিস করোনা মোকাবিল করোনাভাইরাস টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট পল ওয়াটকিস বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর