করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গার্দিওলার মা
৬ এপ্রিল ২০২০ ২৩:৫৪
ক’দিন আগেই করোনাভাইরাসের বিপক্ষে লড়তে ১ মিলিয়ন ইউরো দান করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। আর সোমবার (৬ এপ্রিল) মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেলেন তার মা। গার্দিওলার মা ডোলোরস সালা কারিও। তার মৃত্যুতে শোক জানিয়েছে ম্যানচেস্টার সিটিসহ বিশ্বের প্রায় সকল ক্লাব।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে প্রতিদিনই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। রুখে দাঁড়ানোর কোনো রাস্তায় খুজে পাওয়া যাচ্ছে না। এবার ৮২ বছর বয়সী ডোলোরস সালা কারিও পেপ গার্দিওলার মা মারা গেলেন।
ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা জানতে পেরেছি যে পেপ গার্দিওলার মা ডোলোরস সালা কারিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বার্সেলোনার মানারেসাতে চিকিৎসাধীন ছিলেন। ক্লাবের পক্ষ থেকে গার্দিওলা এবং তার পরিবারকে সমবেদনা জানাই।’
এছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের পক্ষ থেকে পেপ গার্দিওলাকে সমবেদনা জানানো হয়।