Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্প বেতনের কোচদের পাশে তরফদার


৮ এপ্রিল ২০২০ ১৫:৩০

ঢাকা: করোনাভাইরাসের কারণে দেশের সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদে ব্যবসা-বাণিজ্য এখন স্থবির। দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনেও এর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে ফুটবলে। কোচ-খেলোয়াড়দের আয়ের অন্যতম বড় একটি মাধ্যম ফুটবল। মাঠের খেলা বন্ধ থাকায় তাদের আয়-রোজগারে দারুণ প্রভাব পড়েছে। অন্তত যারা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করেন কিংবা স্বল্প বেতনে দেশের বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন। স্বল্প আয়ের কোচ ছাড়াও পেটে ভাতে বিভিন্ন ক্লাবে খেলেন এমন ফুটবলাররাও সংকটময় সময় পার করছেন।

বিজ্ঞাপন

স্বল্প আয়ের কোচদের এমন দুর্দিনে এগিয়ে এসেছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্ণধার, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন।

ইতোমধ্যে দেশের সমস্ত জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ক্লাবগুলোর কাছে দুঃস্থ অভাবগ্রস্ত কোচদের তালিকা চেয়ে বার্তাও পাঠিয়েছেন তরফদার মো. রুহুল আমিন। বিডিডিএফএ এবং বিএফসিএ ‘ডিজেস্টার সার্পোট ফিন্যান্সিয়াল অ্যাসিসটেন্স প্রোগ্রাম’- এর আওতায় দুঃস্থ কোচদের সহায়তায় কাজ করবে।

তৃণমূল ফুটবলের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তরফদার রুহুল আমিন। দেশের চরম দুর্দিনেও এগিয়ে এলেন তিনি। দিলেন মানবিক গুণের পরিচয়। দেশের দুঃস্থ ও স্বল্প আয়ের কোচদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে মঙ্গলবার এক ভিডিও বার্তায় তরফদার রুহুল আমিন বলেন, ‘আপনারা জানেন সারা পৃথিবীতে করোনার যে ভয়াল থাবা চলছে সেখান থেকে বাংলাদেশও কিন্তু নিষ্কৃতি পায়নি। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসহ সমস্ত সেক্টর একটা অচল অবস্থার মধ্যে আছে। আমরা যারা ক্রীড়াঙ্গনে কাজ করি, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন (বিএফসিএ) কাজ করে যাচ্ছে।’

দেশের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন বলে জানান তরফদার, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে যেভাবে মোকাবিলা করা হচ্ছে এবং উনি সকলকে আহ্বান করেছেন যার যতটুকু সামর্থ্য আছে দুঃস্থ জনগণের পাশে দাঁড়াতে। এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে এবং আমরা যারা তৃণমূল পর্যায়ের ফুটবল নিয়ে কাজ করি, যে সমস্ত কোচরা আছেন। দুঃস্থ কোচ, যারা অভাবে আছেন, তৃণমূল ফুটবলের উন্নয়নের কাজে যে সমস্ত কোচরা নিয়োজিত আছেন, যেহেতু ফুটবল খেলা হচ্ছেনা না, কোচিং হচ্ছে না ওনারা অনেকেই নিদারুণ কষ্টে আছেন। এদের অনেকেই আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারে না।’

বিজ্ঞাপন

সেজন্য বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) পক্ষ থেকে সমস্ত জেলার ডিএফএ’র (ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন) সম্মানিত সভাপতিদের কাছে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে বলে জানান তিনি, ‘আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনার জেলার যে সমস্ত দুঃস্থ, অভাবগ্রস্ত কোচ আছেন; যারা সব সময় আপনাদের পাশে থেকে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনার কাজ করেন, ফুটবলের উন্নয়নে কাজ করেন তাদের একটা তালিকা তৈরি করে অতি দ্রুত আমাদের কাছে পাঠাতে ডিএফএ’র সভাপতিদের অনুরোধ করেছি। একই সঙ্গে ক্লাবগুলোর কাছে অনুরোধ করেছি যে প্রতিটি ক্লাবের আওয়াত যে সমস্ত বয়োজ্যেষ্ঠ কোচ আছেন; দীর্ঘদিন ফুটবলার তৈরি কাজে নিয়োজিত আছেন, তাদের একটা তালিকা আমরা চেয়েছি।’

কোচসহ দুঃস্থ ফুটবলারদের সহায়তা করা হবে বলে জানান তরফদার, ‘এরপর আমরা দুঃস্থ এবং অভাবগ্রস্ত যে সমস্ত ফুটবলার আছে তৃণমূলে তাদের সহযোগিতা করে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি; তাদের আমরা সহায়তা করব এবং তাদের সহায়তার জন্যও আমরা কাজ করে যাচ্ছি। এই ব্যাপারে বাংলাদেশ জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ক্লাবস সবাই আমরাদের সহযোগিতা করবেন এবং আপনারাও যার যেখানে যতটুকু সম্ভব দুঃস্থদের পাশে এসে দাঁড়ান এবং ক্রীড়াঙ্গনে যারা দুঃস্থ, অভাবগ্রস্ত খেলোয়াড় আছেন, কোচ আছেন, অভাবী সংগঠক আছেন সবার পাশে এসে দাঁড়ান। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে যেভাবে মোকাবিলা করা হচ্ছে- ইনশাল্লাহ একদিন আমরা ঘুরে দাঁড়াব।’

করোনা মোকাবিলা করোনাভাইরাস কোচদের পাশে তরফদার মো. রুহুল আমিন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ)

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর