Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট করার পরেই মাঠে নামবে ফুটবলাররা


১১ এপ্রিল ২০২০ ১৫:৫৬

করোনাভাইরাসে স্থবির পুরো বিশ্ব। আর সেই সঙ্গে স্থগিত হয়ে আছে বিশ্বের সকল ধরনের ক্রীড়া ইভেন্টগুলো এর ব্যতিক্রম নয় ইউরোপিয়ান ফুটবল লিগগুলোও। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হতেই লিগগুলোকে সবার আগে স্থগিত করা হয়েছে। সবকিছু ঠিক ঠাক হয়ে গেলে সামনের গ্রীষ্মের ৫৬ দিন সময়ের মধ্যেই লিগ গুলো আবারো মাঠে গড়ানোর কথা ভাবছে ইউরোপিয়ান ফুটবলের লিগগুলো।

তবে মাঠে খেলা গড়ানোর আগেই খেলোয়াড়দের সকলকেই করোনাভাইরাসের পরীক্ষা করতেই হবে। এমনটাই জানিয়েছেন লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন’র (এলএমএ) প্রধান নির্বাহী রিচার্ড বেভান। তিনি বলেন, ‘‘ইংলিশ লিগ আবারো মাঠে গড়ানোর আগে সব ফুটবলারদের অবশ্যই করোনাভাইরাস’র পরীক্ষা করাতে হবে’।

বিজ্ঞাপন

দর্শক, সমর্থক থেকে শুরু করে ফুটবলার এবং ফুটবল লিগগুলোর কর্মকর্তারাও বেশ চিন্তায় ঠিক কবে নাগাদ মাঠে গড়াবে ফুটবল। তা নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। তবে নিশ্চিত করে এখনো বলতে পারছেন না বিশেষজ্ঞরা যে ঠিক কবে নাগাদ মাঠে শুরু হবে ফুটবল।

এলএমএ’র প্রধান নির্বাহী বেভান আরো বলেন, ‘তবে খেলোয়াড়দের টেস্টের আগে অবশ্যই করোনায় আক্রান্ত রোগী এবং এনএইচএস কর্মীদের টেস্ট করতে হবে। এই দেশে করোনা পরিস্থিতি নিয়ে এপ্রিলের শেষদিকের আগে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। জার্মানিতে মে মাসে লিগ মাঠে নামানোর কথা চলছে, কারণ তারা দিনে ৫০ হাজার টেস্ট করছে প্রতিদিন, আর আমরা এখনও ১০ হাজারের বেশি টেস্ট করতে পারছি না। যদিও মাসের শেষ দিকে দৈনিক টেস্টের সংখ্যা ১ লাখ হবে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরো যোগ করেন, ‘আমাদের ম্যানেজাররা খেলোয়াড়দের টেস্ট করানোর আগে খেলা শুরুর পক্ষপাতী নন। তবে যদি টেস্ট কিটের স্বল্পতা থাকে তাহলে আগে অবশ্যই রোগী, এনএইচএস কর্মী এবং সেবা কর্মীদের জন্য তা উপলব্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

ইংলিশ ফুটবল লিগের কর্তৃপক্ষ সকল ক্লাবগুলোকে চিঠি পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে সব ঠিক ঠাক থাকলে আগামী গ্রীষ্মের ৫৬ দিনের মধ্যে লিগ শেষ করতে চায় তারা। তবে না নিয়েও বেশ নাখোশ বেভান। তিনি মনে করেন সবার আগে ম্যানেজার এবং কোচদের সমর্থন প্রয়োজন। তাদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। তাদের পরামর্শ না নিয়ে শুধু একটি চিঠি পাঠিয়ে কাজের কাজ কিছুই হবে না।’

কেবল ম্যানেজার কিংবা কোচদের সিদ্ধান্তের কথায় বলেননি বেভান। সেই সঙ্গে জানিয়েছেন খেলা শুরুর আগে খেলোয়াড়দের মতামতও নিতে হবে। কারণ মাঠে খেলবে তারাই। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করতে হবে আগে। এরপরেই মাঠে খেলা গড়াবে।

ইউরোপিয়ান ফুটবল লিগ করোনা টেস্ট করোনাভাইরাস ফুটবলারদের করোনা টেস্ট মাঠে ফুটবল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর