Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য হলেও সত্য যা!


১১ এপ্রিল ২০২০ ১৯:৪০

ছবিটি রিয়াল মাদ্রিদের ১৯৪৭/৪৮ মৌসুমের দলের। ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যাবে পেরিয়েছে ৭২ বছর। এর মধ্যে রিয়াল মাদ্রিদ স্প্যানিস লা লিগার সর্বোচ্চ শিরোপাধারী বনেছে। চীরপ্রতিদ্বন্দী বার্সেলোনার থেকে শিরোপা সংখ্যার পার্থক্য বেশ। কেবল যে লা লিগাতেই রিয়াল মাদ্রিদ নিজেদের আধিপত্য বিস্তার করেছে তা নয়, সেই সঙ্গে ইউরোপের সর্বোচ্চ সম্মানের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ইউরোপিয়ান ক্লাব্দের মধ্যে রাজত্ব করেছে তারা।

বিজ্ঞাপন

তবে ২০২০ সালের আগে ৭২ বছর পেছনে ফিরে তাকালে দেখা মিলবে অন্য এক রিয়াল মাদ্রিদের। যেবার শিরোপা তো অনেক দূরের বিষয়, পরের মৌসুমে স্পেনের প্রথম বিভাগে ফুটবল খেলার যোগ্যতায় হারাতে বসেছিল রাজকীয় মাদ্রিদ। ১৯৪৭/৪৮ মৌসুমের শেষ ম্যাচ ডে’তে দুর্দান্ত এক ম্যাচ দিয়ে আটকেছিল দ্বিতীয় বিভাগ ফুটবলে নিজেদের অবনমন।

আর এরপর থেকেই যেন নিজেদের ইতিহাস পালটে ফেলার প্রতিজ্ঞাবদ্ধ রিয়াল। লা লিগায় এখন পর্যন্ত কখনোই দ্বিতীয় বিভাগ ফুটবল খেলতে হয়নি লস ব্ল্যাঙ্কোসদের। বর্তমান সময়ে এ যেন এক দুর্বিষহ অতীত গ্যালাক্টিকো সমর্থকদের জন্য। কারণ এ সময়ে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপাজয়ীরা নিশ্চয়ই ভাবতে পারেনা স্প্যানিশ দ্বিতীয় বিভাগ ফুটবল খেলার কথা।

তবে ১৯৪৭/৪৮ মৌসুমে লিগের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় রিয়াল অভেইদোর বিপক্ষে। ম্যাচটি হারলে বা ড্র করলেই দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেগুন্দা ডিভিশনে নেমে যেতে হত গ্যালাক্টিকদের। তবে সে যাত্রায় রক্ষা হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। সে ম্যাচে ২-০’তে জিতেছিল তারা। আর তাতেই বেচে যায় অবনমন।

সে মৌসুমে রিয়াল মাদ্রিদ ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। আর স্পোর্টিং গিহন এবং রিয়াল সোসিয়েদাদ দ্বিতীয় বিভাগে অবনমিত হয়েছিল। সে মৌসুমে রিয়াল মাদ্রিদের করা ৩৯ গোলের বিপক্ষে হজম করেছিল ৫৬টি গোল।

অবনমন রিয়াল মাদ্রিদ রেলিগেশন লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর