Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল নয়, আগ্রাসন কমিয়েছিল বল বিকৃতি: কামিন্স


১২ এপ্রিল ২০২০ ১৫:৩৩

ক’দিন ধরেই কথার যুদ্ধ চলছে সাবেক অজি কিংবদন্তী অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং বর্তমান অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে। ক্লার্কের অভিযোগ আইপিএলে ভালো চুক্তি পাওয়ার আশায় ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির বিরুদ্ধে তেমন আগ্রাসন দেখায়না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলেছেন অজি টেস্ট অধিনায়ক টিম পেইন। এবার তার দলেই যোগ দিলেন আইপিএলের সব থেকে দামী বিদেশি পেসার প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে আগ্রাসন কমিয়েছে সে কথা টিম পেইন স্বীকার না করলেও অকপটে স্বীকার করে নিলেন প্যাট কামিন্স। কামিন্স বললেন, ‘আমার মনে হয়, ভারতের বিরুদ্ধে ওই সিরিজের ছয়মাস আগে থেকেই দেশের সংবাদমাধ্যম এবং সবাই অস্ট্রেলীয় ক্রিকেটারেরা মাঠে কী রকম মনোভাব নিয়ে নামবে তার পরিষ্কার ইঙ্গিত দিয়েছিল। সেটা হলো, মাঠে কম আগ্রাসন দেখানো।’

তবে মাঠে কোহলিদের বিরুদ্ধে আগ্রাসন কমালে তা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদ্দেশ্যে নয় তাও জানিয়ে দিলেন কামিন্স। তিনি বলেন, ‘মাঠে কোহলিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যে নয়, বরংচ মাঠে আমরা আমাদের মনোভাবটা কেমন দেখাবো সেটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওই সময়টাতে।’

বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের চাপানো অভিযোগ যে পুরোপুরি অসত্য সেটিও জানিয়ে দিলেন কামিন্স। বললেন, ‘ভারতের বিপক্ষে টেস্টে যখন বল করছিলাম তখন সত্যিই আইপিএল’র কথা আমার মাথায় ছিল না। তবে আমার মাথায় একটা জিনিসই ছিল তা হলো কেপটাউনের বল টেম্পারিংয়ের ওই বিষয়টা। ওটা আমাদের দলের সবার মাথাতে তখনও ঘুরপাক খাচ্ছিল বলেই এমনটা মনে হয়েছে।’

এর আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইনও মাইকেল ক্লার্কের করা অভিযোগ এক প্রকার উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার কখনও দেখে মনেই হয়নি যে আমরা কোহলির উপর কম আগ্রাসন দেখিয়েছি। তবে হ্যা, ভিরাটের উপর আমরা অতিরিক্ত আগ্রাসন দেখায়নি কারণ এটাই আমাদের কৌশল ছিল। আমরা জানতাম যে ওকে রাগিয়ে দিলেই ও সব চেয়ে ভালো খেলে।’

করোনা মহামারির আগের সূচি অনুযায়ী চলতি বছরের শেষ দিকে আবারো ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর কথা ছিল। ওই সফরে ভারতেত চারটি টেস্ট খেলারও কথা ভারতের। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখনো সে সম্পর্কে কিছুই ঠিক নেই।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আইপিএল আগ্রাসন প্যাট কামিন্স বল বিকৃতি ভিরাট কোহলি মাকেল ক্লার্ক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর