বিশ্বকাপের পরই বিদায় বলা উচিৎ ছিল ধোনির: শোয়েব
১২ এপ্রিল ২০২০ ১৯:০৪
করোনাভাইরাসে আতঙ্কিত পুরো পৃথিবী। ক্রিকেট থমকে গেছে অনেক আগেই। ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা অবসরেই করোনা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শোয়েব আখতার আলোচিত আগের মতোই! নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ে কথা বলে নিয়মিতই আলোচনা ছড়াচ্ছেন পাকিস্তানের সাবেক গতি তারকা।
করোনাভাইরাসের প্রদুর্ভাবে চীনের সমালোচনা করেছেন, পাকিস্তানিদের অসচেনতা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। কদিন আগে ভারত-পাকিস্তানের প্রীতি ম্যাচ আয়োজন এবং সেখান থেকে উপার্জিত অর্থ দুঃস্থদের মাঝে বিতরণের প্রস্তাব তুলে আলোচিত হয়েছিলেন শোয়েব। এবার কথা বললেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর প্রসঙ্গেও।
পাকিস্তানি তারকা বলেছেন, ‘গত ওয়ানডে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া দরকার ছিল ধোনির।’ শোয়েব বলেন, ‘আমি তার (ধোনি) জায়গায় হলে এতদিনে অবসর নিয়ে ফেলতাম। সীমিত ওভারের ক্রিকেটে আমি আরও ৩-৪ বছর খেলতে পারতাম। কিন্তু আমি শতভাগ দিতে পারছিলাম না বলে ২০১১ সালের বিশ্বকাপের পরই বিদায় বলে দিই।’
শোয়েবের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে দেওয়ার মতো আর কিছু বাকি নেই ধোনির মধ্যে, ‘নিজের সামর্থের সেরাটা দলের জন্য দিয়ে ফেলেছেন ধোনি। সম্মানের সঙ্গে তার ক্রিকেট ছাড়া উচিৎ। সিদ্ধান্তটা কেন এত ঝুলিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না। আমার মনে হয়, বিশ্বকাপের পরই তার অবসরে যাওয়া উচিত ছিল।’
তবে ভারতকে দু’টি বিশ্বকাপ জেতানো ধোনি যাতে বিদায় বেলায় যথাযথ সম্মানটা পায় সে দিকেও নজর রাখতে বলেছেন শোয়েব। তিনি বলেন, ‘ভারতীয়দের বলব, আপনাদের উচিৎ ধোনিকে শ্রদ্ধা এবং মর্যাদা দেওয়া। তার বিদায়টা সুন্দর করুণ আপনারা। সে আপনাদের বিশ্বকাপ জিতিয়েছে এবং সাফল্য এনে দিয়েছে। ধোনি মানুষ হিসেবেও দারুণ।’
উল্লেখ্য, ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ধোনি গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে। তার ঘনিষ্ঠসূত্রগুলা বলছিল, এবারের আইপিএলে নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন ধোনি। না পারলে অবসরে নিয়ে ফেলবেন। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএল নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। ফলে ধোনির শেষ দেখছেন অনেকেই।