Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুস্থদের খাদ্য সহায়তা দেবে বিসিবি


১২ এপ্রিল ২০২০ ২০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে অসচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে দেশের থমকে যাওয়া পরিস্থিতিতে আর্থিকভাবে তুলনামুলক অসচ্ছল ছেলে ও মেয়ে ক্রিকেটারদের জন্য ইতোমধ্যেই আর্থিক সহযোগিতা দিয়েছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি। তাদের মহতী কার্যক্রম থেকে বাদ পড়েননি গ্রাউন্ডসম্যান ও পিওন থেকে শুরু করে বোর্ডের নিম্ন আয়ের কর্মচারীরাও। এবার ক্রিকেট বোর্ডের গন্ডি ছড়িয়ে রাজধানীর দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। তাদের জন্য নিয়ে আসছে খাদ্য সহযোগিতা।

তবে ঠিক কত সংখ্যক মানুষ এই সহযোগিতার আওতায় আসবেন তা এখনো নির্ধারিত হয়নি।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেছেন, ‘আপনারা জানেন ইতোমধ্যেই আমরা ছেলে ও মেয়ে ক্রিকেটারদের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছি। দুস্থদের মাঝে আমাদের খাবার বিতরণের পরিকল্পনা অবশ্যই আছে। কিন্তু সংখ্যাটি চূড়ান্ত হয়নি। যেহেতু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে সেহেতু ওভাবেই পরিকল্পনা করতে হবে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমেও বিসিবি আর্থিক সহযোগিতা দিয়েছে উল্লেখ করে নিজাম উদ্দিন আরো বলেন, ‘আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমেও অংশীদার থেকেছি।’

করোনাকালে দুস্থদের জন্য বিসিবি’র সহযোগিতার এখানেই শেষ নয়। আরো বেশ কয়েকটি সহায়তা কর্মসূচী তাদের হাতে আছে বলেও জানান সিইও।

করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ দুস্থদের পাশে বিসিবি নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি বিসিবি সিইও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর