এমবাপের রিয়াল যাত্রা নিশ্চিত!
১৩ এপ্রিল ২০২০ ১৫:১১
করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের অন্যান্য সংস্থাগুলোর মতো ফরাসি ক্লাব পিএসজিও বড় ক্ষতির মুখে। ক্ষতির পরিমাণ কমাতে ইতোমধ্যেই খেলোয়াড়দের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এরই মধ্যে ভিন্ন বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ফ্রান্সের শীর্ষ ক্লাবটিকে। কিলিয়ান এমবাপেকেও ক্লাবটির ছাড়তে হতে পারে!
মাউরো ইকার্দি আসার পর থেকে পিএসজির আক্রামণভাগে কদর কমে গেছে এডিনসন কাভানির। সেই কারণেই কিনা ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। নেইমার বার্সেলোনায় ফিরতে মরিয়ে গত দুই মৌসুম ধরেই। চলতি মৌসুম শেষে বার্সায় ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফলে কিলিয়ান এমবাপেকে নিয়েই স্বপ্ন দেখছিল পিএসজি। তবে ক্লাবটির সাবেক ফরোয়ার্ড জেরোম বোথেন বলছেন, সেই স্বপ্ন এখন মলিন! রিয়াল মাদ্রিদে নাকি এক পা দিয়ে ফেলেছেন এমবাপেকে দলে ভেড়ানোর নৌকাতে।
ফরাসি তরুণের ওপর রিয়ালের নজর অনেক দিনের। মাদ্রিদের ক্লাবটিতে জিনেদিন জিদান কোচ হয়ে ফেরার পর সেটা আরও বেড়েছে। জিদানের কোচিংয়ে খেলার ইচ্ছা এমবাপেরও। এদিকে ফরাসি তরুণকে আকর্ষণীয় বেতন, বোনাসের লোভও দেখিয়ে রেখেছে রিয়াল।
জেরোম বোথেন বলেন, ‘ঘনিষ্ঠ সূত্র থেকে আমার কাছে খবর আছে, এমবাপে রিয়াল মাদ্রিদে প্রায় যোগ দিয়েই ফেলেছে। এখন যাই কিছু হোক না কেন এটা নিশ্চিত যে, এমবাপের রিয়ালে যোগ দেওয়া আটকানোর চেষ্টা করা হবে। তবে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো সম্ভাবনাই দেখছি না।’
২০১৭ সালে ধারে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপে। তার পরের বছর ১৩০ মিলিয়ন পাউন্ডে ফরাসি তরুণের সঙ্গে চুক্তি পাকাপাকি করে ফেলে পিএসজি। সব মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে ১২০ ম্যাচ খেলে ৯০টি গোল করেছেন এমবাপে। পাশাপাশি ৯০টি গোলে সহায়তা করেছেন ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড।