Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওজন কমাতে বেশি না খেতে অনেক চেষ্টা করছি’


১৩ এপ্রিল ২০২০ ১৬:৫৫

গেল বছর ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি থেকে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। তবে স্বপ্নের ক্লাবে নাম লেখানোর পর পুরো মৌসুমটাই দুঃস্বপ্নময় কাটছে এডেন হ্যাজার্ডের। মৌসুমের শুরু থেকে ইনজুরির কবলে পড়ে খেলতে পারেননি অধিকাংশ ম্যাচই। এরপরে আবার মৌসুমের শুরুতে ছিলেন অতিরিক্ত ওজনে। সেখান থেকে ইনজুরি আর মৌসুমের মাঝ পথে এসে পায়ের গোড়ালির অস্ত্রপচারে ছিটকে যান বাকি সময়ের জন্য। এখন অবশ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে ফুটবল। তাই তো সেরে ওঠার কাজগুলো বাড়িতেই সারছেন এডেন। আর অতিরিক্ত ওজনের কারণে নির্দিষ্ট খাবার তালিকা মেনে চলতে হচ্ছে হ্যাজার্ড।

বিজ্ঞাপন

সেখানেই যেন সব থেকে বেশি কষ্ট করতে হচ্ছে হ্যাজার্ডকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানালানে রিয়ালের বেলজিয়ান তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি বেশি না খাওয়ার। রান্নাঘরে গিয়ে বান কম খাওয়ার চেষ্টা করছি। আসলে এটা আমার জন্য খুবই কঠিন। তবে আমাকে ওজন ঠিক রাখার জন্য এই কষ্ট করতেই হবে।’

এর আগে মৌসুমের শুরুতেই হ্যাজার্ড বেশ সমালোচনার মুখে পড়েছিলেন অতিরিক্ত ওজন নিয়ে অনুশীলনে যোগ দেওয়ায়। এরপর মাঠের খেলাতেও নিজের সেরাটা দিতেও পারেননি হ্যাজার্ড। তার আগেই ইনজুরিতে পড়ে মৌসুম শেষ।

পায়ের গোড়ালিতে অস্ত্রপচার শেষে বাড়িতেই সেরে ওঠার পরবর্তী ধাপ পার করছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হ্যাজার্ডের ট্রেইনার আসতে পারছেন না তার বাড়িতে। তবে নিয়মিত তাকে ভিডিও পাঠাচ্ছেন বলে জানিয়েছেন হ্যাজার্ড নিজেই। ‘আমার ট্রেইনার এখন আর আসতে পারছে না কারণ সে একটু অসুস্থ হয়ে পড়েছে। তবে আমি অনলাইনে তার সঙ্গে কাজ করছি। আমরা ১০ দিন আগে আমার বাড়িতে সেরে ওঠার পরবর্তী ধাপ শুরু করেছি। ট্রেইনার আমাকে প্রতিদিন ভিডিও পাঠায়। আমি সেগুলো অনুশীলন করার চেষ্টা করছি।’

করোনাভাইরাসের কারণে ফুটবলাররা অতিরিক্ত অবসর পেয়েছে। সবাইই নিজের পরিবার এবং সন্তানদের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন। আর এমন সময়ে হ্যাজার্ড সময় কাটাচ্ছেন নিজের সেরে ওঠার জন্য। হ্যাজার্ড বলেন, ‘অবসর সময় অনেকে তাদের সন্তানদের সঙ্গে ফুটবলের অনুশীলন চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আমার সন্তানদের এখন কিছুই শেখাতে পারছি না কারণ আমার এখন একটা পা আর একটা পায়ের অর্ধেক কাজ করছে। তবে আমি আমার সেরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনুশীলনের মাধ্যমে আমি সেরে ওঠার রাস্তাতেই আছি।’

বিজ্ঞাপন

ইনজুরিতে ইনজুরিতে ছিটকে গেলেন এডেন হ্যাজার্ড ওজন কমাচ্ছেন কষ্ট করছেন রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর