Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেলসির করোনা মোকাবিলার উদ্যোগে গর্বিত ল্যাম্পার্ড


১৩ এপ্রিল ২০২০ ১৯:০৫

মার্চের শুরু থেকেই ইউরোপে ছড়িতে পড়তে শুরু করে মহামারি করোনাভাইরাস। আর মার্চের মাঝামাঝিতে মহামারি আকার ধারণ করে কোভিড-১৯। এর মধ্যেই ফুটবল স্থগিত হয় পুরো ইউরোপ জুড়ে। ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে জনজীবন। এমন সময়ে কয়েকটি ক্লাব করোনা মোকাবিলায় এগিয়ে আসার বিপরীতে সমালোচিত হন। অন্যদিকে লন্ডনের ক্লাব চেলসি নানান উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছে সাধারণের। আর তাতেই নিজের ক্লাবকে নিয়ে গর্ববোধ করছেন ইংলিশ কিংবদন্তী এবং চেলসির বর্তমান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

বিজ্ঞাপন

                                আরো পড়ুন: করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ফ্রি’তে থাকতে দেবে চেলসি

কিছুদিন আগেই ক্লাবের কর্মকর্তাদের জোরপূর্ব ছুটি দিয়ে তাদের বেতন সরকারকে দিতে বাধ্য করতে চাওয়ায় সমালোচনার মুখে পড়ে লিভারপুল। পরবর্তীতে অবশ্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ক্লাবের কর্মকর্তাদের বেতন নিজেই দিবে বলে জানিয়ে দেয় অল রেডরা। ঠিক এমন মুহুর্তেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে এগিয়ে আসে চেলসি। লন্ডনের আশেপাশে যত চিকিৎসক কাজ করছেন। কিন্তু থাকার জন্য যারা জায়গা পাচ্চেন না তাদের জন্য হাত বাড়িয়ে দিয়েছে চেলসি ফুটবল ক্লাব।

ন্যাশনাল হেলথ সার্ভিস’র (এনএইচএস) কর্মকর্তাদের থাকার জন্য নিজেদের মিলেনিয়াম হোটেলটি হস্তান্তর করেছে। চিকিৎসকরা যতদিন খুশি চেলসির হোটেলটি থাকার জন্য ব্যবহার করতে পারবে। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে অর্থ নিয়েও এগিয়ে এসেছে। এসব নিয়েই বেশ গর্ববোধ করছেন ক্লাব কিংবদন্তী এবং বর্তমান প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসবই বললেন ল্যাম্পার্ড। বলেছেন, ‘আই চেলসির কারণে অনেক গর্ববোধ করছি। ক্লাব যেভাবে এই ব্যাপারগুলো পরিচালনা করেছে তাতে এই ক্লাবের কোচ হতে পেরে আমি সত্যিই অনেক গর্বিত। আমার ক্লাব অনেক দ্রুত এগিয়ে এসেছে। তারা নিজেদের হোটেল ছেড়ে দিয়েছে আর সেই সঙ্গে বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত থেকেও সাহায্য করে যাচ্ছে। এছাড়া আমাদের সমর্থকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে ক্লাব। চেলসির অনেক কর্মকর্তা আছে যারা সাহায্য করতে এগিয়ে এসেছে।’

তবে এর মধ্যেই যুক্তরাজ্যের স্বাস্থ্য বিষয়ক সেক্রেটারি ফুটবলারদের সমালোচনায় মেতে ওঠেন। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগের ফুটবলাররা একটু ত্যাগ স্বীকার করে তাদের বেতনের কিছু অংশ দান করলেই চিকিৎসকদের পাশে এসে দাঁড়াতে পারতেন।’ কিন্তু তার আগেই ফুটবলাররা চিকিৎসকদের পাশে এসে দাঁড়ানোর জন্য আলোচনা করছিল।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ল্যাম্পার্ড বলেন, ‘ফুটবলাররা চেষ্টা করবে এবং অবশ্যই সঠিক কাজটি করার চেষ্টা করবে। আমার মনে হয় ফুটবলারদের কিছু সময়ের প্রয়োজন ছিল সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কিন্তু তার আগেই রাজনীতিবিদরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। দেখুন এরপরেই অনেক ফুটবলার বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি অন্যদের কাছে যেমন অপরিচিত ঠিক তেমনই ফুটবলারদের কাছেও। তারপরেও তারা এগিয়ে এসেছে আর এটা এখনো চলছে।’

ফুটবলাররা যেমন সবকিছু নিয়ে একটি সূচি তৈরি করে চলে কিন্তু এই মহামারি এমন কোনো সূচি মেনে চলে না। ল্যাম্পার্ড বলছেন, ‘মুখে অনেক কিছু বলা আসলে অনেক সহজ কিন্তু এর মোকাবিলা করাটা অতটা সহজ নয়। ফুটবলে আমরা অনেক নিয়ম কানুন মেনে চলি কিন্তু এখনকার পরিস্থিতিটাই ভিন্ন যা কোনো নিয়ম মেনে চলে না।’

অবসর চলছে কিন্তু তাই বলে ফুটবল ছেড়ে দেওয়াটা তো আর সম্ভব নয়। তাই তো নিজেদের মতো করেই ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রাখছেন ফুটবল ম্যানেজাররা। এ ব্যাপারে চেলসি কোচ বলেন, ‘এটা অনেক কঠিন সময়, তবে এটা অনেক সাধারণ মানুষের মতো নয়। আমরা জানি সবাই অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এর মধ্যেও আমাদের নিজেদের কাজ করে যেতে হবে। আমি অন্যান্য কোচের মতোই ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সবাইকে একটি নির্দিষ্ট রুটিন দেওয়া হয়েছে এবং অনুশীলনের কৌশলও বলে দেওয়া হয়েছে। ফুটবলাররা সেভাবেই চলছে।’

ঠিক কবে নাগাদ আবারো মাঠে গড়াবে ফুটবল তা জানা নেই কারোরই। ফিফা, উয়েফা কিংবা এফএ কেউই নির্দিষ্ট করে বলতে পারছে না আদৌ স্থগিত হওয়া মৌসুম মাঠে গড়াবে কিনা। তাই অপেক্ষায় থাকতে হচ্ছে পুরো বিশ্বকে সিদ্ধান্ত আসা পর্যন্ত।

করোনা মোকাবিলা করোনাভাইরাস চেলসি এফসি চেলসির উদ্যোগ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর