২ বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৩০ ধাপ উপরে তুলতে চান জেমি
১৪ এপ্রিল ২০২০ ১৯:০০
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: চলতি মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। ফের চুক্তি নবায়ন হচ্ছে এই ইংলিশ কোচের। আগামী আরো দুই বছর লাল-সবুজদের ডাগআউটে থাকছেন তিনি। চুক্তি নবায়নের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জেমি ডে। ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে থেকেও বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছেন এই কোচ। সামনের দু বছরে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে চান জেমি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে জেমির চুক্তির মেয়াদ বাড়াতে একটু কৌশুলী হয়েছে বাফুফে। এটা মেনে নিয়েই একমত হয়েছেন জেমি, ‘চুক্তি নবায়নের ব্যাপারে দু পক্ষই একমত হয়েছে। ছোট খাটো বিষয়ে একমত হলে নতুন চুক্তি করে ফেলবো আমরা। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার ইচ্ছা ছিল সেটা পূরণ হচ্ছে। পরিচিত এই দলে ফেরার অপেক্ষায় আছি।’
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের ফুটবলাঙ্গন স্থবির হয়ে আছে। দেশের ফুটবল কার্যক্রম থমকে আছে। এই সময় ইংল্যান্ডে পরিবারসহ কোয়ারেন্টাইনে আছেন জেমি। চুক্তির মেয়াদ শেষ হবে মে মাসের মাঝসময়ে। তারও দুই মাস পর চুক্তি নবায়ন হবে। এ সময়টা কোন বেতন পাবেন না জেমি। বাস্তবতা মেনে নিয়ে জেমি বলেন, ‘বর্তমান চুক্তি শেষ হওয়ার পর দুই মাস পর হবে নতুন চুক্তি। একটু কষ্ট হলেও আমি তাতে রাজী। সবসময় আর্থিক দিক দিয়ে চিন্তা করা যায় না। পুরো বিশ্বই এখন সংকটে আছে। আর বাংলাদেশতো আমার দ্বিতীয় বাড়ি।’
গত দুই বছরে জেমির সাফল্য বলতে এশিয়ান গেমসে নক আউট পর্বে পা রাখা। জেমির অধীনে মোট ২১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জেমির অধীনে ৯ টিতে জয়, তিনটি ড্র ও ৯টি ম্যাচে হেরেছে লাল-সবুজরা। তবে এর মাঝে যে জিনিসটা বদলে দিয়েছেন জেমি তাহলো খেলোয়াড়দের পেশাদারিত্বের মনোভাব। মানসিক ও শারীরিকভাবে ফিট রাখার মন্ত্রটা তার কাছ থেকে পেয়ে এসেছেন ফুটবলাররা। খাদ্যাভ্যাস, ঘুম অভ্যাস, নিয়মতান্ত্রিকতা আর ফিটনেসের বিষয়টিতে বেশ দৃষ্টান্তই স্থাপন করেছেন জেমি।
কোয়ারেন্টাইন সময়ে দলকে নিয়ে ভাবছেন এই ইংলিশ কোচ, ‘জাতীয় দল নিয়ে নতুনভাবে চিন্তা করছি।’
র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি আসলেও এখনও নিচের দিকেই আছে বাংলাদেশ (১৮৭)। আগামী দুই বছরে র্যাঙ্কিংয়ে অগ্রগতিতে বিশেষ পরিকল্পনা করছেন জেমি, ‘দু বছর শেষে বাংলাদেশের র্যাঙ্কিং ত্রিশ ধাপ এগিয়ে নিতে চাই। বিশ্বকাপের বাছাইপর্বেও যে কোন কিছু করার ক্ষমতা আছে বাংলাদেশের।’
দুটি সাফ পেয়েও এখনও শিরোপার স্বাদ না পাওয়াটা একটা আক্ষেপ হিসেবেই দেখছেন। এবং সাফ শিরোপার সিড়িটা বেয়ে উপরে উঠতে চান, ‘তবে তৃপ্ত হবো সাফ জিততে পারলে।’
সারাবাংলা/জেএইচ