Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান মুশফিকের


১৪ এপ্রিল ২০২০ ২১:১২

প্রায় পুরো পৃথিবীর মতো বাংলাদেশকেও ঘরবন্দি করে রেখেছে করোনাভাইরাস। সারা দেশে কার্যত লকডাউন শুরু হয়েছে গত মাসের শেষ ভাগ থেকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। মৃত্যুভয়ের মধ্যে এই পরিস্থিতি সবচেয়ে বেশি বিপদে ফেলেছে নিম্ন আয়ের মানুষদের।

প্রতিদিনের আয় নির্ভর মানুষদের আয় বন্ধ হয়ে গেছে। এই শ্রেণীর মানুষদের ঘরে খাবার বা অর্থের মজুদ সেভাবে থাকে না বলে অনেককে এখনই বিভিন্ন পক্ষের সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে। নিজে নিরাপদে থাকার পাশাপাশি এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। খাবারের অভাবে যেন কাউকেই দিন পার না করতে হয়, তা খেয়াল রাখতে বলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

আজ মঙ্গলাবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের দিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন মুশফিক। দলের অন্যতম সেরা এই ক্রিকেটার বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো থাকার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করছি যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক তারা বাসায় বসেই পালন করছেন। আপনারা জানেন সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমি সকল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যাঁরা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাঁদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা তাদের এই কাজ দেখছেন। এবং আপনারা এর পুরস্কার নিশ্চয় পাবেন।’

বিজ্ঞাপন

মুশফিক আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাইকে সাহায্য করতে। আজকের এই দিনে সবাইকে আহ্বান করছি, যে যেভাবে পারেন সহযোগিতা করুন। মনে রাখবেন আপনি এবং আপনার পরিবারের শুধু ভালো থাকলে চলবে না। আপনার আশপাশের মানুষ তথা পুরো দেশের মানুষ যেন ভালো থাকতে পারে। সবাই যেন সুস্থ থাকতে পারে। কারও যেন খাবারের অভাবে দিন পার না করতে হয়, সেটা দেখার দায়িত্ব আমার, আপনার সবার।’

সবাই এক সঙ্গে এগিয়ে এলেই কেবল করোনাভাইরাসকে মোকাবিলা করা সম্ভব বলেছেন মুশফিক। ঘরে বসে সবাইকে ইবাদত করার আহ্বানও জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ঘরে থাকার চেষ্টা করি। যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। একমাত্র আমাদের সকলের প্রচেষ্টাই পারে এই কঠিন মুহুর্তকে দ্রুত প্রতিরোধ করতে। যাদের সাহায্য করার সামর্থ্য নেই তারা দয়া করে নামায কালাম পড়ে, রোজা রেখে আল্লাহর দরবারে দোয়া করুন। যেন আল্লাহ তায়ালা এই কঠিন সময়টা আমাদের দ্রুত পার করতে সাহায্য করেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতেই থাকবেন।’

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২ জন। মারা গেছেন ৪৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

করোনা মোকাবিলা করোনাভাইরাস মুশফিকুর রহিম সকলে এগিয়ে আসার আহ্বান

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর