সুগম হচ্ছে ক্যাসিয়াসের পথ
১৫ এপ্রিল ২০২০ ১৬:১২
বেশ ক’মাস ধরেই গুঞ্জন সরব হয়েছিল রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তী ফুটবলার ইকার ক্যাসিয়াস স্প্যানিশ ফুটবল ফেডারশন’র (আরএফইএফ) প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন। ক্যাসিয়াসের এই নির্বাচনে লড়ার কথা রয়েছে টানা দু’বার প্রেসিডেন্ট হওয়া লুইস রুবেলসের বিরুদ্ধে। তবে তার আগেই ক্যাসিয়াসের পথ সুগম হয়ে যেতে পারে। লুইস রুবেলসের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠেছে। আর এই অপরাধ প্রমাণিত হলেই নির্বাচনের আগেই স্প্যানিশ ফুটবল ফেডারশন’র প্রেসিডেন্ট এর পদ থেকে সরে যেতে হবে রুবেলসকে।
গেল মার্চ মাসে ক্যাসিয়াস ঘোষণা দিয়েছিলেন এরএসইএফ’র প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। এরপর থেকেই নানান গুঞ্জন ডানা মেলতে শুরু করে। বার্সেলোনার কিংবদন্তী কার্লোস পুয়োল জানান প্রয়োজনে ক্যাসিয়াসের হয়ে দ্বারে দ্বারে ভোট চাইতেও প্রস্তুত তিনি। তবে অন্যদিকে রুবেলসও ফন্দি আটতে থাকেন নানান রকম।
নতুন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন’র নির্বাচনে ভোটার বৃদ্ধি করতে উঠে পড়ে লাগেন তিনি। এবিসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায় আরএফইএফ’র নির্বাচনে ভোটার সংখ্যা বাড়াতে স্পোর্টস বোর্ড পরীক্ষক (টিএডি) এর নিকট আবেদন করেন। রুবেলস মোট ১৯ জন নতুন ভোটারের নাম পেশ করেন বোর্ডের সামনে, যারা আসন্ন নির্বাচনেই ভোট প্রদান করতে পারবেন। এবিসি আরো জানায় ২০১৯ সালের ডিসেম্বরে এই প্রস্তাব পেশ করেন রুবেল। তবে রুবেলসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে টিএডি।
টিএডি’র কাছে প্রস্তাব পেশ করে প্রত্যাখ্যান হওয়ার পরেও হাল ছাড়েননি রুবেলস। নতুন করে ৫ জনের নাম ভোটার হিসেবে পেশ করেন তিনি। আর সবাইকে অবাক করে দিয়ে স্প্যানিশ জাতীয় ক্রীড়া কাউন্সিল (সিএসডি) সেই প্রস্তাব গ্রহণ করে। তবে এবার ওই ৫ জনের তথ্য নিয়েই বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। স্প্যানিস দৈনিক মার্কা বলছে লুইস রুবেলসের দেওয়া ওই পাঁচ ব্যক্তির তথ্য মিথ্যা। আর এই কারণেই রুবেলসের বিরুদ্ধে এই অভিযোগ। আগামি ২১ মার্চ আদালতে জনগণের তথ্য ভুল প্রদান করায় রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে আরএফইএফ’কে।
অভিযোগ প্রমাণিত হলে লুইস রুবেলস আর নির্বাচনে অংশ্রগহণ করতে পারবেন না। আর বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ইকার ক্যাসিয়াস বনে যাবেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন’র (আরএফইএফ) প্রেসিডেন্ট।
ইকার ক্যাসিয়াস প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধ লুইস রুবেলস স্পেন ফুটবল ফেডারশন