জুলাইতে ফুটবল ফেরাতে প্রস্তুত ইউরোপিয়ান ক্লাবগুলো
১৫ এপ্রিল ২০২০ ১৭:৪২
স্প্যানিশ দৈনিক ক্যাদেনা সার জানিয়েছে আগামি জুলাইয়ে মাঠে ফুটবল ফেরাতে একমত হয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এবং ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)। দু’পক্ষের আলোচনার পর জানা গিয়েছে জুলাইয়ে লিগ শেষ করতে হবে এবং আগস্টে শুরু হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
উয়েফা এবং ইসিএ’র প্রধান লক্ষ্য হচ্ছে চলতি মৌসুমটি যে করেই হোক শেষ করা। তবে এখনই সব সিদ্ধান্ত চূড়ান্ত করছে না কোনো পক্ষই। ভাবা হচ্ছে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি নিয়ে। হাতে থাকা মাধ্যমগুলোকেও ব্যবহার করছে সব পক্ষ। আর কীভাবে আয়োজন করলে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে এবারের মৌসুম তা নিয়েই ভাবছে ক্লাব অ্যাসোসিয়েশন এবং উয়েফা।
উয়েফা এবং অ্যাসোসিয়েশনের মধ্যে চলা আলোচনায় সব থেকে বেশি গ্রহণযোগ্য মাধ্যমটি হচ্ছে ফুটবল মাঠে ফিরবে তবে তা বন্ধ দরজায়। অর্থাৎ দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরাতে সম্মতি প্রকাশ করেছে দু’পক্ষ। সংক্রমণ এড়াতে প্রথমত ফুটবল ফিরলেও তা দর্শকশূন্য মাঠেই ফিরবে।
আর এমন পরিস্থিতিতে আসতে পারে নিয়মের বেশ কিছু পরিবর্তনও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোপা লিগের নক আউট পর্বের ম্যাচ এক লেগের এবং নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বলেই দাবি করেছে ক্যাদেনা সার।
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ইউরোপিয়ান ফুটবল উয়েফা করোনাভাইরাস ফুটবল লিগ