রোনালদোদের লিগ শুরু মে’তেই!
১৬ এপ্রিল ২০২০ ২২:৩৯
করোনাভাইরাসের প্রকোপে গত মাস ধরেই সব ধরনের খেলাধুলার সঙ্গে বন্ধ আছে ফুটবলও। করোনার কারণে জনপ্রিয় লিগগুলোর মধ্যে সবার আগে বন্ধ হয় ইতালিয়ান সিরি ‘আ’। চীনের পর ইউরোপের এই দেশটিতেই ভয়াবহ আকার ধারণ করেছিল ভাইরাসটি। এদিকে, ইস্তিতুতো দি সানিতার সংক্রামণ রোগ বিভাগের বিশেষজ্ঞ জিওভান্নি রেজ্জা মনে করছেন, আগামী এক মাসের মধ্যে ইতালিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তাতে সিরি ‘আ’ পুনরায় শুরুও হয়ে যেতে পারে।
ইতালির করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। ফলে অল্প দিনের মধ্যে দেশের লকডাউন তুলে নেওয়ার কথা ভাবছে ইতালিয়ান সরকার। রেজ্জা বলছেন, এই ভাবনাতে লিগ শুরুর আশা দেখতেই পারেন ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
ফুটবল ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজ্জা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এখনই সিরি ‘আ’ শুরু হওয়ার কোনো সুযোগ দেখছি না। তবে এক মাসের মধ্যে হতে পারে।’
তবে এক মাসের মধ্যে লিগ শুরু হলেও দর্শকদের মাঠে ঢুকানো যাবে না। রেজ্জা বলেন, ‘অবশ্যই বন্ধ দরজায় কঠোর ব্যবস্থার মধ্যে খেলা পরিচালনা করতে হবে। যে কোনো কিছু পুনরায় খুলে দেওয়ার মধ্যেই ঝুঁকি রয়েছে। তবে আমাদের গাইডলাইন মেনে সর্বোচ্চ যতটুকু পারা যায় এটাকে দমিয়ে রাখতে হবে। এফআইজিসিকে অবশ্যই খেলোয়াড় এবং স্টাফদের ঝুঁকি কমানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এদিকে এফআইজিসির পক্ষ থেকেও ক্লাবগুলোকে লিগ শুরুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই যাতে খেলা শুরু করা যায়। এটাও বলা হয়েছে খেলোয়াড় বা কর্মকর্তাদের অবশ্যই করোনাভাইরাসের পরীক্ষায় অংশ নিতে হবে এবং প্রত্যোককে মেডিকেল টিমের গাইডলাইন মেনে চলতে হবে।
এফআইজিসি’র সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বলেন, ‘যখন সারা দেশের কার্যক্রম শুরু হবে তখনই লিগ শুরুর করার জন্য এই মুহূর্তে অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাড়াহুড়া না করে বিশ্রামহীনভাবে কাজ করছি আমরা যাতে সবুজ সংকেত দিলেই সব প্রস্তুত থাকে। তবে অবশ্যই ক্লাবের প্রত্যোক সদস্যকে করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে।’
ইতালিয়ান সিরি আ করোনাভাইরাস ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল লিগ মাঠে ফুটবল