৭০ দুস্থ পরিবারের পাশে ফুটবলার সাবিনা
১৮ এপ্রিল ২০২০ ১৬:১৭
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: মরণব্যাধী করোনাক্রান্তিতে দেশের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষজন। একবেলা রুটি-রুজি ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন ক্রান্তির সময় দেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। এরই ধারাবাহিকতায় দিনমজুরদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
প্রায় এক মাসের মতো দেশের সকল ফুটবল টুর্নামেন্ট বন্ধ। সব ফুটবলারই এখন যে যার বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এই অবস্থায় অনেক ফুটবলারই এগিয়ে আসছেন দুস্থ পরিবারের সহযোগিতায়।
নিজ জেলা সাতক্ষীরায় সাবিনা খাতুন ৭০ পরিবারের জন্য খাদ্য ও পণ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবিনা লিখেছেন, ‘বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে আর্থিকভাবে বিপর্যস্ত আমার এলাকা সাতক্ষীরার ৭০ পরিবারের জন্যে আমার ক্ষুদ্র উপহার। আল্লাহ, এই মহামারী থেকে আমাদের রক্ষা করুন। আমীন।’
সবাইকে যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়ে সাবিনা বলেন, ‘আসুন, আমরা নিজ নিজ জায়গা থেকে বিপর্যস্ত মানুষের পাশে দাড়াই।’ এদিকে প্রতিদিন দুপুরে দুস্থদের খাবার সাহায্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সারাবাংলা/জেএইচ