Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাটলার-কোচদের পাশে ব্যাডমিন্টন ফেডারেশন


১৮ এপ্রিল ২০২০ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: মরণব্যাধী করোনাভাইরাসের দেশ এখন স্থবির হয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণায় প্রায় লকডাউন অবস্থা পুরো দেশে। খেলাধুলাও বন্ধ হয়েছে মাসখানেক আগে। এমতাবস্থায় সাধারণ মানুষের মতো খেলোয়াড়-কোচ-সংগঠকদের অবস্থাও নাজুক হতে চলেছে। বিশেষ করে ব্যাডমিন্টনের মতো অস্বচ্ছল খেলায় অনেক শাটলার, কোচ আর সংশ্লিষ্টদের পরিবার এখন অনামন্ত্রিত করোনার কারণে বিপদগ্রস্থ।

সেই পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের উদ্যোগে ‘কভিড-১৯’ এর এই দুর্যোগের সময় জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দরিদ্র ব্যাডমিন্টন খেলোয়াড় এবং প্রাক্তন জাতীয় খেলোয়াড় ও কোচদের পরিবারবর্গ যারা অনাহারে, কষ্টে জীবন অতিবাহিত করছে, সেইসব খেলোয়াড়, কোচ এবং খেলোয়াড়দের পরিবারদের জন্য খাদ্য সহয়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করছে ফেডারেশন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফেডারেশন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আন্তর্জাতিক এই দুর্যোগের সময় ব্যাডমিন্টনের একটি পরিবারও যাতে অনাহারে থাকতে না হয় এই লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।’

বিপদগ্রস্থ ব্যাডমিন্টন সংশ্লিষ্টদের দুটি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে ফেডারেশন থেকে। একটি আমির হোসেন বাহারের ০১৭১১৮০৯২৩৪। অন্যটি মশিউর রহমানের ০১৫২১৪৯৬১৯১।

সারাবাংলা/জেএইচ

করোনা কোচ পরিবার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন শাটলার সংগঠক সাহায্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর