১০০ পরিবারের পাশে মেরিনার ক্লাব
১৯ এপ্রিল ২০২০ ১৯:২৪
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: মরণব্যাধী করোনাক্রান্তিতে দেশের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষজন। একবেলা রুটি-রুজি ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন ক্রান্তির সময় দেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় দিনমজুরদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকার দল মেরিনার ইয়াংস ক্লাব।
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগে অংশ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রথম দফায় ওই এলাকার একশ’ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা জানান, ‘৪০ বছরের মতো হবে। আমরা মতিঝিলের আরামবাগ এলাকার দুই মসজিদে পবিত্র শবে বরাতে আখেরি মোনাজাত শেষে তোবারক বিতরণ করে আসছি। শুরু থেকেই পুরো আয়োজনটি হয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের তত্ত্বাবধানে। আর অর্থের যোগান আসে আমাদের পরিচিত সুহৃদদের কাছ থেকে।’
‘প্রথম থেকেই আমাদের এ আয়োজনে বড় অংকের অর্থের যোগান দিয়ে আসছেন কিউট কোম্পানির চেয়ারম্যান কাজী মাহতাবউদ্দিন আহমেদ, আমাদের বাদল ভাই। তিনি আমাদের ছেড়ে চলে গেলেও কিউটের পক্ষ থেকে সেই সহযোগিতা অব্যাহত আছে এখনও। শরীফ মেটালের চেয়ারম্যান ওমর ফারুক ভাই একটি অংশ বহন করে আসছেন নিয়মিত। প্রথম দিকে এ আয়োজনটি ছিল ৩০০ জনের জন্য। আর সবশেষ গত বছর তা দাড়িয়েছিল ২৬০০ জনের।’
এবার সঙ্গত কারণে সেই উদ্যোগ নেয়া সম্ভব হচ্ছে না করোনাক্রান্তিতে। তবে এমন কঠিন সময়ে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান রানা, ‘তবে এবার আমরা সেই কাজটি করেছি অন্যভাবে। তালিকা করে মতিঝিল আরামবাগ এলাকার পরিচিত কর্মজীবি ও দিনমজুরদের বাড়িতে নিজস্ব ব্যবস্থাপনায় পাঠিয়েছি শুকনো খাদ্যসামগ্রী দিয়ে তৈরি উপহার সামগ্রীর একটি ব্যাগ। খোঁজ নিয়েছি তাদের। উপহার পেয়ে তাদের তুষ্টির সংবাদে আমরা তৃপ্ত।’
করোনাক্রান্তিতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি, ‘প্রতিশ্রুতি দিয়েছি মেরিনার ক্লাব ভবিষ্যতে তাদের পাশে থাকবে। প্রথম দফায় ১০০ পরিবারকে সাহায্য করেছি। সিদ্ধান্ত নিয়েছি পুরো রোজার মাসজুড়ে আরও কয়েক দফায় নতুন কয়েকশত পবিরারকে এমন উপহার পাঠানোর। আশা করছি এরমধ্যে আমাদের জানার বাইরে থাকা কিছু পরিবারের সন্ধান পাবো।’
সেই সঙ্গে এই মানবিক উদ্যোগে সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রানা, ‘সেই সাথে আশা করবো আমার সার্মথ্যবান সুহৃদরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।’
সারাবাংলা/জেএইচ