Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্ন উঠেছিল যুবরাজের ছয় ছক্কা হাঁকানো ব্যাট নিয়ে


২০ এপ্রিল ২০২০ ১৩:২২

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা হাঁকানোর সেই গল্পটা মনে আছে? ক্রিকেটের টুকটাক খবর যারা রাখেন তাদের ভোলার কথা নয়। দক্ষিণ আফ্রিকার ডারবানে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-ভারত। ম্যাচে যুবরাজ সিংকে স্লেজিং করতে গিয়ে গালি দিয়ে বসেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। তেলে বেগুনে জ্বলে উঠেন যুবরাজ। আর এর ঝাল মেটান স্টুয়ার্ড ব্রডের ওপর।

ব্রডের করা ইনিংসের ১৯ নম্বর ওভারের প্রতিটি বলই গ্যালারীতে আছড়ে ফেলেন ভারতীয় তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেটাই একমাত্র ছয় ছক্কার ঘটনা। সব ফরম্যাট মিলিয়ে দ্বিতীয়। সব মিলিয়ে ওই ম্যাচে মাত্র ১৬ বলে ৫৮ রান করেন তিনি। আর ১২ বলে তুলে নেন আন্তর্জাতিক ক্রিকেটের সব থেকে দ্রুততম অর্ধশতক। যুবরাজ সিং জানালেন, ওই তাণ্ডবের পর তার ব্যাট পরীক্ষা করা হয়েছিল।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ২০১১ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড়। যুবরাজ বলেন, ‘অস্ট্রেলিয়ান কোচ এসে বলেছিল, ব্যাটে কোনো ফাইবার আছে কিনা। থাকলে সেটা বৈধ কিনা জিজ্ঞেস করেছিল। জানতে চেয়েছিল ম্যাচ রেফারি ব্যাট পরীক্ষা করেছে কিনা? আমি বললাম, পরীক্ষা করাও। ম্যাচ রেফারি ব্যাট পরীক্ষা করেছিল।’

অস্ট্রেলিয়ার সাবেক হার্ডহিটার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টও সেই ব্যাট সম্পর্কে খোঁজ নিয়েছিলেন বলেছেন যুবরাজ। তিনি বলেন, ‘গিলক্রিস্ট জানতে চান ব্যাটটা কারা বানিয়েছিল। সত্যি বলতে ওই ব্যাটটা আমার কাছে বিশেষ কিছু। কখনো অমন ব্যাট দিয়ে খেলিনি। ওটা আর ২০১১ সালের বিশ্বকাপের ব্যাট।’

বিজ্ঞাপন

অ্যান্ড্রু ফ্লিনটফ এক ওভারে ছয় ছক্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর