Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হচ্ছে না


২০ এপ্রিল ২০২০ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব। স্থগিত হয়ে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ইতোমধ্যে চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক, ইউরো এবং কোপা আমেরিকা বাতিল হয়েছে। আর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর নিয়েও জন্ম নিয়েছে শঙ্কা। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি জানাচ্ছে আগস্ট মাসের আগে বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তে আসছে না তারা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরো অস্ট্রেলিয়া জুড়েও চলছে লকডাউন। অস্ট্রেলিয়া সরকার আগামি ছয় মাসের জন্য দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে এবং পুরো বিশ্বের সঙ্গে নিজেদের সীমানাও বন্ধ ঘোষণা করেছে। এই লকডাউন চলবে আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আর অক্টোবরের ১৮ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিজ্ঞাপন

ভারতের বহুল প্রচারিত দৈনিক টাইমস অব ইন্ডিনা নিজেদের বরাত দিয়ে জানিয়েছে , ‘আইসিসি আগামি আগস্টের আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না।’

টাইমস অব ইন্ডিয়া তাদের খবরির বরাত দিয়ে আরো জানায়, ‘এই মুহুর্তে সবকিছু খুবই বাজে ভাবে যাচ্ছে, আর এমন সময়ে সাধারণ মানুষের স্বাস্থ্যই সবকিছুর উর্ধ্বে। কিন্তু যদি আগামি কয়েক মাসে এই অবস্থার উন্নতি হয় তাহলে অন্য ভাবনা ভাবতে হবে। ধরুন আইসিসি মে মাসে বিশ্বকাপ স্থগিত করল কিন্তু দেখা গেল কয়েক মাসের মধ্যেই এই অবস্থা পরিবর্তন হয়ে গেল। তখন এই সিদ্ধান্ত ভুল বলেই মনে হবে। তাই আইসিসি আগামি আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য।’

চলতি বছরের অক্টোবরের ১৮ তারিখ থেকে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা রয়েছে।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া আইসিসি করোনাভাইরাস টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর