Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খেলা শুরু না হলে বার্সাকেই চ্যাম্পিয়ন করা উচিৎ’


২০ এপ্রিল ২০২০ ২০:১৬

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গেল ১১ মার্চ থেকে স্প্যানিশ লা লিগা স্থগিত ঘোষণা করা হয়। এরপর স্প্যানিশ সরকার এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় লা লিগা। আবার ঠিক কবে নাগাদ মাঠে ফিরবে ফুটবল তার নেই কোনো সঠিক দিন তারিখ। আর তাতেই ডালপালা মেলতে শুরু করে মৌসুম শেষ না হলে কে হবে চ্যাম্পিয়ন। আর এমন পরিস্থিতিতে বার্সেলোনার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ মনে করেন মৌসুম শেষ না হলেই বার্সাকেই চাম্পিয়ন ঘোষণা করা উচিৎ।

বিজ্ঞাপন

রাকিটিচ বলেন, ‘আমরা সবাই খেলতে চাই। আমরা চাই এই মৌসুম শেষ হোক। আর আমরা মাঠে খেলেই শিরোপা জিততে চাই। তবে যদি মাঠে ফুটবল অতি শীঘ্রই না ফেরে তাহলে আমরা যেহেতু পয়েন্ট তালিকার শীর্ষে আছি সেহেতু আমাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক।’

ফুটবল স্থগিত হওয়ার পর থেকে ফুটবলাররা হোম কোয়ারেনটাইনে অবস্থান করছেন। আর পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাড়িতেই অবস্থান করতে হচ্ছে ফুটবলারদের। তবে এর মধ্যে নিজেদের ফিট রাখতে করতে হচ্ছে অনুশীলন। আর ক্লাবের করে দেওয়া রুটিন মাফিক সময় পার করতে হচ্ছে তাদের। এর ব্যতিক্রম সময় কাটছে না ইভান রাকিটিচেরও।

তবে ঘরে বসে থেকে অনুশীলন করেল খেলোয়াড়রা যে তাদের আগের জীবনে ফিরতে মরিয়া সে কথা স্বীকার করলেন রাকিটিচ নিজেই। বললেন, ‘আসলে এই সময়টা বেশ কষ্টকর। আমি আবারো ফুটবল খেলতে চাই। আমি আবারো আমাদের দলের সঙ্গে অনুশীলন করতে চাই ওই ঘাসের মাঠে। আমি আমার নতুন কোচের সঙ্গে আবারো কাজ করতে চাই।’

রাকিটিচ আরো যোগ করেন, ‘মৌসুম শেষ করতেই হবে। কিন্তু এখানে সবার আগে মানুষের সুস্বাস্থ্যের বিষয়টি আমাদের দেখতে হবে। এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনো কিছুই আগের মতো হবে না। আমরা সবাই মিলেই এই পরিস্থিতি থেকে উৎরে যেতে পারি। এর জন্য সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৫ হাজারের বেশি আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার।

ইভান রাকিটিচ করোনাভাইরাস বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর