Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য পাচারের অভিযোগ অস্বীকার বেলিমের


২১ এপ্রিল ২০২০ ১১:২৬

আইসিসি’র অভিযোগ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন দলের তথ্য পাচার করতেন ম্যানেজার ও সবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। ঘটনাটি তদ্ন্তপূর্বক তারা এর সত্যতা পেয়েছে। এবং এর প্রেক্ষিতে বিসিবিকে অনুরোধ করেছে যেন ভবিষ্যতে আর কখনোই তাকে বোর্ডের কোনো দায়িত্ব দেওয়া না হয়। ভারতের জনপ্রিয় ওয়েব পোর্টাল ক্রিকবাজ গতকাল রাতে সংবাদটি প্রকাশ করেছে। তবে জাভেদ ওমর বলছেন অভিযোগ বিষয়টি সম্পুর্ণ অসত্য ও ভিত্তিহীন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে আত্মপক্ষ সমর্থন করতে এসব কথা জানান।

জাভেদ ওমর বলেন, ‘অবশ্যই আমি দলের তথ্য পাচার করিনি। আংশিকও যদি সত্যি হত তাহলে আমি মেনে নিতাম। এটা আমাকে দিয়ে অসম্ভব। আমি নিজেই হতবাক এবং কিছুই জানি না। তারা যদি আমাকে সন্দেহ করেই থাকে তাহলে নুন্যতম একটি প্রমাণ দেখাক। আমার মন খুবই খারাপ। আমি বোর্ডের সাথে বিষয়টি নিয়ে কথা বলব।’

এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। নিউজ দেখে জেনেছি। জাবেদ ওমর আমাকে ফোন করেছিল। সেও বিচলিত হয়ে গেছে। সে বলছে এমন কোনো কাজ সে করেনি যে আইসিসির দুর্নীতি দমন বিভাগ এভাবে বলবে। এ ব্যাপারে আইসিসি থেকে কোনো চিঠি এসেছে কিনা সেটাও আমি জানি না।’

বিসিবি‘র শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেলও বিষয়টি নিয়ে কিছুই জানে না বলে জানালেন। তিনি বলেন, ‘আমি কিছুই শুনিনি এ ব্যাপারে।’

গত কয়েক সিরিজ ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক ওপেনার জাভেদ ওমর। সে ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে ম্যানেজার হিসেবে পাঠিয়েছিল বিসিবি।

সেখানে নাকি জাভেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, ম্যানেজারের দায়িত্ব পালনের সময় দলের ভেতরের খবর তিনি পাচার করেছেন। তবে সাবেক ক্রিকেটার হওয়াতে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে যেতে চাইছে না আইসিসি।

অস্বীকার জাভেদ ওমর বেলিম তথ্য পাচার নারী টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর