ব্যাডমিন্টনে স্ত্রীকেও জিততে দেন না পূজারা
২১ এপ্রিল ২০২০ ১৪:২৪
ভারতীয় টেস্ট দল এখন শক্ত এক ব্যাটিং স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। যার মধ্যে খুঁটি হয়ে দলকে সমর্থন দেন চেতেশ্বর পূজারা। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে সেভাবে তার দেখা না মিললেও ক্রিকেটের রাজস্বিক ফরম্যাটে নিয়মিত মুখ তিনি। সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে নিয়ে এবং পরিবারকে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই ভারতীয় তারকা ক্রিকেটার। সেখানেই জানালেন স্ত্রী পূজার সঙ্গে অবসর সময়ে খেলা ব্যাডমিন্টনেও জিততে দেন না।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছেন পূজারা। তবে এর বিপরীতে ওয়ানডেতে মাত্র ৫ ম্যাচ খেলেছেন তিনি আর টি-টোয়েন্টিতে তো অভিষেকই ঘটেনি এই ব্যাটসম্যানের। তবে ভিরাট কোহলির টেস্ট দলে যে পূজারা এক অপরিহার্য অংশ তা বলার অপেক্ষা রাখে না।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেটসহ স্থগিত আছে সব ধরনের ক্রীড়াক্ষেত্র। আর এ সময়ে হোম কোয়ারেনটাইনে সময় কাটাচ্ছেন সকল খেলোয়াড় এবং এর সঙ্গে সম্পৃক্তরা। এর ব্যতিক্রম নন চেতেশ্বর পূজারাও। আর কোয়ারেনটাইনের সময়টা কেমন কাটছে সেসব নিয়েই ক্রিকইনফোকে সাক্ষাৎকারে জানান পূজারাকে।
মহামারির কারণে ক্রিকেট স্থগিত, নিশ্চয়ই ক্রিকেটারদের ক্রিকেট ছেড়ে থাকতে বেশ কষ্ট হচ্ছে। তবে এর বাইরেও আরো একটি জিনিস ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে পূজারার। বললেন, ‘দেখুন আমি যখন রাজকোটে বাড়িতে থাকি তখন আমরা প্রায়ই ব্যাডমিন্টন খেলি। এই জিনিসটাই আমি সব থেকে বেশি মিস করছি। আমি সাধারণত আমার স্ত্রী পূজার সঙ্গে খেলি আর মাঝে মধ্যে জয়দেব উনাডকাটও আসে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে।’
স্ত্রীর সঙ্গেও ব্যাডমিন্টন খেলার সময় তাকে জিততে দেন না কারণ তিনি হারতে অপছন্দ করেন। এমনটাই জানিয়ে পূজারা বলেন, ‘ না! না! আমি কখনোই আমার স্ত্রীকে জিততে দেই না। আমি কাউকেই আমার বিরুদ্ধে ব্যাডমিন্টনে জিততে দিতে পারি না। এটা অসম্ভব। আমি সব সময় আমার স্ত্রীকে বলি যে তাকে আরো ভালো খেলতে হবে, তাকে আরো শিখতে হবে। আর সে যদি ভালো খেলে তবেই আমার বিপক্ষে জিততে পারবে এর বাইরে কোনোভাবেই সে জিততে পারবে না।’
নিজে ইচ্ছা করে হেরে স্ত্রীকে খুশি করতে চাননা পূজারা সেটাও স্বীকার করলেন অকপটেই। বললেন, ‘আমি আসলে ইচ্ছা করে হেরে পূজাকে খুশি করতে চাই না। একজন অ্যাথলেট হিসেবে আমার দায়িত্ব যে আমার সঙ্গীর মানসিকতা যেন শক্ত হয়।’
ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেন না বলেও জানালেন পূজারা। তিনি বলেন, ‘আসলে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় বেশিরভাগ সময় বাড়ি থেকে দূরে থাকতে হয়। আর এই কারণে পরিবারকে যথেষ্ট সময় দেওয়া সম্ভব হয় না। নিজের জন্যও কোনো সময় বরাদ্দ দেওয়া হয়না, সেই সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গেও সময় কাটানো হয়না। আর এই সময়টাতে নিজের পরিবারের সঙ্গে থাকতে পেরে বেশ ভালোই লাগছে আমার।’
চেতেশ্বর পূজারা ভারতের হয়ে ৭৭টি টেস্টে ৪৮ দশমিক ৬৬ গড়ে ৫ হাজার ৮শত ৪০ রান করেছেন। আছে নামের পাশে ১৮টি শতক এবং ২৫টি অর্ধশতক।
করোনাভাইরাস চেতেশ্বর পূজারা ব্যাডমিন্টন ভারতীয় ক্রিকেটার স্ত্রী হোম কোয়ারেনটাইনে