Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিম্পিক নিয়ে শঙ্কা কাটছেই না


২১ এপ্রিল ২০২০ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে নেমে এসেছে ঘোর অন্ধকার। স্থবির হয়ে আছে জনজীবন আর স্থগিত হয়ে আছে বিশ্বের সকল ক্রীড়াঙ্গন। এর মধ্যেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত অলিম্পিকও স্থগিত করা হয়েছে। অবশ্য কেবল অলিম্পিকই নয় সেই সঙ্গে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো এবং কোপা আমেরিকা আর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। তবে ২০২১ সালে জাপানের আদৌ অলিম্পিকের আসর বসবে কিনা তা নিয়েও সংশয় কাটছেই না।

আর আগামি বছরে টোকিও অলিম্পিক আদৌ শুরু করতে পারবে কিনা তা নিয়ে বিচলিত খোদ জাপানের বিশেষজ্ঞরাই। সেদেশের ভাইরাস বিশেষজ্ঞ কেন্তারো আইয়োতা জানিয়েছেন এমন দুঃশ্চিন্তার কথাই। আইয়োতা জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং সংক্রামক রোগ নিয়ে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আসলে আমার মনে হচ্ছে আগামি বছরেও টোকিওতে অলিম্পিকের আসর বসবে না।’

গত মাসে সারাবিশ্বের অ্যাথলেট এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের চাপে পড়ে টোকিও অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। তবে এরপর থেকেই যেন করোনাভাইরাস আরো বেশি মারাত্মক আকার ধারন করেছে। আক্রান্তের সংখ্যার সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কবে নাগাদ এ অবস্থার উন্নতি হবে তা নিয়ে দুঃশ্চিন্তায় গোটা বিশ্বই।

আইয়োতা মতে আগামি বছর অলিম্পিক শুরু করার জন্য দুটি বিষয় মাথায় রাখতে হবে সকলকে। তিনি বলেন, ‘এক বছর পরে অলিম্পিক আয়োজন করতে গেলে দু’টি বিষয় মাথায় রাখতে হবে। এক, জাপানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকতে হবে। দুই, একই সঙ্গে বিশ্বের সর্বত্রও এই ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা যোগ দেবেন অলিম্পিকে।’

বর্তমানে জাপানে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ১শ ৩৫ আর এই রোগের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৬৩। জাপানের করোনাভাইরাস নিয়ন্ত্রণ সম্পর্কে আইয়োতা বলেন, ‘জাপান হয়তো আগামী গ্রীষ্মের মধ্যে এই রোগ নিয়ন্ত্রণ করে ফেলবে। কিন্তু সেটা গোটা বিশ্বে হবে কি না তা নিয়ে আমি নিশ্চিত নই।’

অলিম্পিক স্থগিত অলিম্পিক-২০২০ করোনা সংক্রমণের ঝুঁকি করোনাভাইরাস টোকিও অলিম্পিক ২০২০ শঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর