Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে এক ভেন্যুতেই পাঁচ টেস্ট অস্ট্রেলিয়ার?


২১ এপ্রিল ২০২০ ১৮:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে আছে পৃথিবী আর সেই সঙ্গে স্থগিত হয়ে আছে সকল ক্রীড়াঙ্গন। অলিম্পিক, ইউরো, কোপা আমেরিকা, আইপিএলসহ বিশ্বের সকল নামীদামী ক্রীড়া আসর স্থগিত করা হয়েছে। এর মধ্যেই দ্বিপাক্ষিক বেশ কয়েকটি সিরিজ বাতিল করা হয়েছে। শঙ্কায় আছে এবছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও। আর তাতেই আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’। এমন ক্ষতি পুষিয়ে উঠতে তাই ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় সম্ভব হলে একটি ভেন্যুতেই সবগুলো ম্যাচ আয়োজন করবে সিএ।

বিজ্ঞাপন

ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধায়নে অ্যাডিলেইড স্টেডিয়ামেই তৈরি হচ্ছে ক্রিকেটারদের থাকার হোটেল। আশা করা হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই দুই দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য স্টেডিয়ামের ভেতরেই থাকার হোটেল তৈরি সম্পন্ন হয়ে যাবে। আর স্টেডিয়ামের মধ্যের হোটেল থাকায় ক্রিকেটারদের অন্য কোথাও ভ্রমণ করতে হবে না। তাতেই ক্রিকেটারদের সংক্রমণের ঝুঁকিও কম থাকবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস এ ব্যাপারে জানান, ‘আমাদের ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সর্বোচ্চ প্রতিভার ব্যবহার করছে। আমরা কোনো কিছুই বাদ রাখছি না। সব কিছুই আমরা বিবেচনায় রাখছি। কারণ আমরা সব কিছু এভাবে বন্ধ করে দিতে পারি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যেকোনো উপায়ে আসন্ন গ্রীষ্মে ভারতের বিপক্ষের সিরিজ নিয়ে ভাবছি।’

কেভিন রবার্টস আরো বলেন, ‘এই মুহুর্তে আমরা কোনো কিছুই বিবেচনার বাইরে রাখছি না। আমরা কেবল ভাবছি যে করেই হোক ভার‍তের বিপক্ষে সিরিজ আয়োজন করব আমরা। আর আমাদের সঙ্গে ভারতের ক্রিকেট বোর্ডের সম্পর্ক অনেক ভালো, আশা করি আমরা দুই বোর্ড মিলে ভালো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারব যা ক্রিকেটের জন্য ভালো হবে।’

ভারতের বিপক্ষে একটি ভেন্যুতেই সিরিজ আয়োজনের কথাও বিবেচনার বাইরে রাখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বিষয়ে রবার্টস বলেন, ‘আমরা কোনো কিছুই চিন্তার বাইরে রাখছি না। আমরা দর্শকশূন্য মাঠে খেলার কথাও ভাবছি আবার একটি স্টেডিয়ামেও খেলার কথা ভাবছি। তবে এখনই কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করব।’

একই ভেন্যুতে পাঁচটি টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত অজি তারকা পেসার জশ হ্যাজেলউড। তিনি বলেন, ‘আমার মনে হয় এক ভেন্যুতে পাঁচটি টেস্ট ম্যাচ আয়োজন করার বিষয়টি সবার শেষেই ভাববেন কর্মকর্তারা। কিন্তু আমার মনে হয় যদি এক ভেন্যুতে পাঁচটি ম্যাচ খেলা হয় সেটা সম্ভব একমাত্র অ্যাডিলেডেই। কারণ এই মাঠটা ব্যাটসম্যান কিংবা বোলার উভয়ের জন্যই সমান। আমরাও চাই অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে গিয়ে চ্যালেঞ্জ নিতে। কিন্তু যদি এটা হয় তাহলে এটা ক্রিকেটের জন্য ভালো বলেই হবে।’

অস্ট্রেলিয়া বনাম ভারত অ্যাডিলেড এক ভেন্যু করোনাভাইরাস ক্রিকেট অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর