Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খেলা বন্ধ থাকার চেয়ে শূন্য মাঠে হওয়াটাও ভালো’


২১ এপ্রিল ২০২০ ১৯:২৯

করোনা প্রাদুর্ভাবে গত মার্চ মাস থেকে স্থগিত হয়ে আছে সব ধরনের ফুটবল। ঠিক কবে নাগাদ আবারো মাঠে গড়াবে ফুটবল সে সম্পর্কে ধারনা নেই কারো। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা কিংবা ক্লাব ফুটবলের সব থেকে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেস লিগা অথবা ইতালিয়ান সিরি আ কারো কাছে নেই কোনো সঠিক উত্তর। তবে এর মধ্যেও ফুটবলের ব্যাপারে বিশ্বজুড়ে লাখো কোটি দর্শকদের সর্বশেষ খবরাখবর দিয়ে যাচ্ছ উয়েফা। সম্প্রতি উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ক্যাফেরিন জানিয়েছেন দ্রুতই ফুটবল মাঠে ফেরানোর কথা, হোক তা দর্শকশূন্য মাঠে।

বিজ্ঞাপন

উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্ডার ক্যাফেরিন সম্প্রতি ইতালিয়ান দৈনিক কোরেরা ডেল্লা সেরাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফুটবল মাঠে ফেরার কথা। তিনি বলেন, ‘আমাদের কাছে সবার আগে সমর্থক, খেলোয়াড় এবং ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। সকলের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি যখন আমরা নিশ্চিত করতে পারব তখনই আবার ঘরোয়া ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলও মাঠে ফেরানো হবে।’

বিজ্ঞাপন

চলতি মৌসুমের মাঝ পথেই ফুটবল স্থগিত করতে বাধ্য হয়েছে উয়েফাসহ সব ইউরোপিয়ান লিগ কর্তৃপক্ষ। তবে এবার মাঠে ফুটবল ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে উয়েফা। তবে তা যে দর্শকবিহীন মাঠে হবে তা বেশ পরিস্কার, কারণ বিশেষজ্ঞরা জানিয়েছে জনসমাগমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। আর তাই তো বন্ধ দরজাতেই হতে পারে ফুটবল।

দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরানোর ব্যাপারে উয়েফা প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হচ্ছে বন্ধ দরজাতেই অর্থাৎ দর্শকশূন্য মাঠেই ফুটবল হবে। এই সময়টাতে আমাদের মাঠে বসে ফুটবল দেখার কথা ছিল কিন্তু এখন আমরা অপেক্ষা করছি কবে ফুটবল মাঠে ফিরবে। আমরা বিশেষজ্ঞদের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। তারা যখন মনে করবেন সাধারণের জন্য পরিবেশ স্বাভাবিক তখনই মাঠে ফুটবল গড়াবে।’

আলেক্সান্ডার ক্যাফেরিন উয়েফা চেয়ারম্যান ফুটবল ফুটবল ফিরবে মাঠে বন্ধ ফুটবল শূন্য মাঠে ফিরবে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর