Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধরনের খেলাধুলায় নিষেধাজ্ঞা, বাতিল হচ্ছে ডাচ লিগ


২২ এপ্রিল ২০২০ ১৩:৪৮

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গেল মার্চ মাস থেকে স্থগিত করা হয় সব ধরনের খেলাধুলা। এরপর থেকে স্থবির ক্রীড়াঙ্গনও। এর মধ্যে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগামি ছয় মাস সেদেশে সব ধরনের পেশাদার খেলাধুলা নিষিদ্ধ। আর তাতেই অনিশ্চিত হয়ে পড়েছে সেদেশের ফুটবল লিগ।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা এবারের মৌসুম চালাতে আর ইচ্ছুক নয় তবে ডাচ লিগের শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা’র সঙ্গে আলোচনা করবে তারা। ডাচ লিগের এবারের মৌসুমের ২৬ ম্যাচ শেষে গেল মৌসুমের চ্যাম্পিয়ন আয়াক্স এবং এজেড আলকামার যৌথভাবে শীর্ষ স্থানে অবস্থান করছে।

বিজ্ঞাপন

গেল মঙ্গলবারে উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে বলে হয়, ‘কিছু ঘরোয়া লিগ বাতিল হতে পারে। বিশেষ বিবেচনায় সেগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘নেদারল্যান্ডস সরকারের খেলাধুলা নিষিদ্ধ করেছে, আমরা এখন উয়েফার সঙ্গে আলোচনা করব এবং আমাদের সিদ্ধান্ত জানাব। অর্থনৈতিক দিক বিবেচনা করে আমরা এখনো ফুটবল লিগ বাতিল করিনি। ডাচ লিগের সকল দলের সঙ্গে আগামি শুক্রবার আমরা বৈঠকে বসব এবং সিদ্ধান্ত নেব। এর মধ্যে অবশ্য ফুটবলারদের অনুশীলনের জন্য মাঠ খুলে দেওয়া হবে তবে তা কঠোর নিয়ম মেনেই করতে হবে।’

ডাচ সাংবাদিক মার্সেল ভ্যান ডার ক্রান জানিয়েছেন, ‘এটা পেশাদার ফুটবলের জন্য বাজে একটি সিদ্ধান্ত। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ভেবেছিল তারা লিগ পুনরায় শুরু করবে কিন্তু সরকারের সিদ্ধান্তে তা আর সম্ভব হয়ে উঠছে না। সরকার মনে করে সমর্থকদের জন্য এটা খারাপ দিক হবে।’

বিজ্ঞাপন

করোনা মোকাবিলা করোনাভাইরাস খেলাধুলা নিষিদ্ধ ডাচ লিগ নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর