Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিশ্চিত লিগ নিয়ে জেমির ‘সুপার প্রস্তাব’


২২ এপ্রিল ২০২০ ১৬:৪১

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: করোনাভাইরাসের কারণে দেশের সকল ক্রীড়া কার্যক্রম স্থবির। ফুটবলে প্রিমিয়ার লিগ বন্ধ প্রায় এক মাস হতে চললো। অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই লিগের ভবিষ্যত নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে লিগের ভাগ্য কি হবে তা নিয়ে ক্লাব ও লিগ কমিটির মধ্যে আলোচনা চলছে। বেশিরভাগ ক্লাবের লিগ চালু না রাখার পক্ষে। এমন অবস্থায় লিগ নিয়ে একটা প্রস্তাব দিয়েছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।

বিজ্ঞাপন

প্রস্তাবটা জেমি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। একটা ‘সুপার লিগ’ করা যেতে পারে ১৩টা ক্লাব নিয়ে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর চার মাস ব্যাপী এই লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে দুই দল ডিসেম্বরে খেলবে ফাইনাল। তারপর স্বাভাবিক নিয়মে নতুন লিগ শুরু হবে। এ প্রস্তাবটা করোনাকে মাথায় রেখে করা হয়েছে বলেও জানান এই ইংলিশ কোচ। পরের বছর থেকে যেভাবে লিগ চলে আসছে সেভাবেই হবে বলে মত জেমির।

লিগ বন্ধ হয়ে গেলে এই প্রস্তাবটা কাজে লাগানো যায় বলে মনে করেন জেমি। এ নিয়ে এক অনলাইন গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি বাফুফেকে প্রস্তাব দিয়েছি ‘বাংলাদেশ সুপার লিগ’ নামে প্রতিযোগিতা আয়োজনের জন্য। যেটা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। ১৩টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। এরপর শীর্ষ চার দল নিয়ে ডিসেম্বরে হবে সেমিফাইনাল। তারপর বিজয়ী দুই দল খেলবে ফাইনালে।’

যদিও এই কিছুটা এই নিয়মে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ আয়োজন করে থাকে লিগ কমিটি। তবে করোনার পর লিগ বন্ধ হলে খেলোয়াড়দের সম্পৃক্ত করাটাই মূল উদ্দেশ্য মনে করেন জেমি, ‘তাতে করে কিছুটা ফুটবলের সংস্পর্শে আসতে পারবে ফুটবলাররা। এরপর কিছুদিন বিরতি দিয়ে শুরু করা যেতে পারে নতুন ফুটবল মৌসুম।’

এই প্রস্তাবে ক্লাবগুলোর সম্মতির বিষয় আছে মনে করেন এই ইংলিশ কোচ, ‘লিগ যদি না হয়, তখন এই নতুন প্রতিযোগিতাটি হতে পারে। যেখানে দলগুলো খেলবে একটি শিরোপার জন্য। স্বল্প সময়ের মধ্যে লিগভিত্তিক প্রতিযোগিতাটি শেষ হবে বলে ম্যাচগুলোও হবে উপভোগ্য। তবে এটা শুধু আমার প্রস্তাব। আদৌ সেপ্টেম্বরে করোনা পরিস্থিতি ঠিক হবে কিনা, কেউ বলতে পারছে না। তাছাড়া আমার এই প্রস্তাবে ক্লাবগুলোর সম্মতিরও বিষয়ও আছে।’

বিজ্ঞাপন

বিদেশি খেলোয়াড়রা যেহেতু মাস ভিত্তিক চুক্তিতে আছে, সেটা মাথায় রেখে দেশি ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা যায় বলে মনে করেন তিনি, ‘আমি স্থানীয়দের পছন্দ করছি বাংলাদেশ সুপার লিগের জন্য। কারণ বিদেশিদের ধরে রেখে এই আসর খেলাটা ক্লাবগুলোর জন্য অনেক কঠিন হয়ে পড়বে। তবে তারা চাইলে এক কিংবা দুজন বিদেশি খেলাতে পারে।’

করোনার কারণে স্থবির হয়ে পড়া লিগের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে এমন প্রস্তাব করা হয়েছে বলেন জানান জেমি,‘আমি চাই না এটা নিয়মিত একটা আসর হিসেবে অন্তর্ভূক্ত হোক। আমি এটা প্রস্তাব করেছি শুধুই এ বছরের সমস্যাটা কাটানোর জন্য। এটা ভালো একটা পরিকল্পনা হতে পারে, যদি ক্লাবগুলো সেটা মেনে নেয়।’

আপাতত লিগের ভবিষ্যত কি হতে পারে সে বিষয়ে ক্লাবগুলোর কাছে মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে বাফুফে। কয়েকটি ক্লাব তাদের মতামত জানিয়েছে। তবে এখনই লিগ বাতিলের পক্ষে নয় ফেডারেশন।

সারাবাংলা/জেএইচ

করোনা জেমি ডে সুপার প্রস্তাব

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর