Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ পিছিয়ে আইপিএল করার প্রস্তাব ম্যাককালামের


২৩ এপ্রিল ২০২০ ১৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে পৃথিবী। স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। ওদিকে অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বর পর্যন্ত পুরো দেশ লকডাউন ঘোষণা করায় অক্টোবরে সেদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের প্রস্তাব টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হোক আর ওই সময়টাতে আয়োজন হোক আইপিএল।

এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় ম্যাককালাম টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেন। বর্তমানে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে কর্তব্যরত আছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘আমার মনে হয়, অক্টোবর মাসে আইপিএল আয়োজন করা উচিৎ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দিয়ে আগামী বছর আয়োজন করা হোক।’

বিজ্ঞাপন

ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই বলেছেন প্রয়োজনে অস্ট্রেলিয়ায় ফাঁকা স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করার। আর ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো নিজেদের অবস্থানে দৃঢ়, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ তারা নিজ দেশেই আয়োজন করবে। আর তাদের আশা তার আগেই আবারো সব কিছু স্বাভাবিক হয়ে আসবে।

ম্যাককালাম আরো বলেন, ‘আমার মনে হয় না অস্ট্রলিয়ায় বিশ্বকাপ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হবে। আর করোনাভাইরাসের যে পরিস্থিতি তাতে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দেশের ক্রিকেটার থেকে শুরু করে সকল কর্মকর্তারা জীবনের ভয় নিয়েই অংশ নিবে। আর আমরা যারা ধারাভাষ্যকার আছি তাদের পক্ষে সেখানে যাওয়াটা বেশ ভয়ংকর হয়ে যাবে। আর তাই আমি মনে করি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হোক। আর খালি হয়ে যাওয়া অক্টোবর-নভেম্বর সময়টাতে বরংচ আইপিএল আয়োজন করা হোক। আর যেহেতু বেশিরভাগ ধারাভাষ্যকার ভারতেই অবস্থান করে সেহেতু কেবল কিছু বিদেশি ক্রিকেটার ভারতে আসলেই সব কিছু স্বাভাবিকভাবে আয়োজন করা সম্ভব হবে।’

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া বিশ্বকাপ আইপিএল বিশ্বকাপ পেছানো হোক ব্রেন্ডন ম্যাককালাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর