‘ভারতের হয়ে কখনোই খেলতে পারবে না’
২৭ এপ্রিল ২০২০ ১৬:৫৯
অনেকদিন ধরেই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ জাসপ্রিত বুমরাহ। ডানহাতি পেসারকে ডেথ ওভারে বিশ্বসেরা মনে করেন অনেকেই।তবে ক্যারিয়ারের শুরুতে তাকে অনেকেই নাকি বলেছিলেন, তোমার দৌড় বেশিদূর নয়! বিচিত্র বোলিং অ্যাকশনের কারণে কখনোই জাতীয় দলে সুযোগ পাবে না, এমন কথা অহরহ শুনতে হয়েছে বুমরাহকে।
করোনাভাইরাসের এই ঘরবন্দি সময়টাতে ইন্সটাগ্রামে বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কনফারেন্স কলে লাইভ আড্ডা দিচ্ছেন যুবরাজ। বুমরাহর সঙ্গে যুবরাজের আড্ডায় বেরিয়ে এসেছে এসব কথা।
সর্বোচ্চ রঞ্জি ট্রফি খেলতে পারবে, ২৬ বছর বয়সী পেসারকে নাকি বলা হয়েছিল এমন কথা, ‘আমার অ্যাকশনের কারণে অনেকেই বলছিল বেশিদিন টিকতে পারব না। কেউ কেউ বলেছিল দেশের হয়ে কোনোদিনই খেলতে পারব না। তারা বলছিল আমি সর্বোচ্চ রঞ্জি ট্রফি পর্যন্ত খেলতে পারি।’
তবে এসব কথায় কান দেননি তিনি। নিজের অ্যাকশন না পাল্টে ক্রমাগত উন্নতি করার চেষ্টা করে গেছেন। সাফল্য ধরা দিয়েছে তাতেই। বুমরাহ বলেন, ‘আমি আমার নিজের অ্যাকশনেই থেকেছি, ক্রমেই উন্নতির রাস্তা দেখেছি।’
তবে এর মধ্যে অনেকে ছিলেন যারা তরুণ বুমরাহকে সম্ভাবনময়ও মনে করেছিলেন। যুবরাজ সিং তাদের একজন। বুমরাহর কথার প্রেক্ষিতে যুবরাজ বলেন, ‘আমি তিন বছর আগেই বলেছিলাম তুমি একদিন বিশ্বের সেরা বোলার হবে।’
যুবরাজের কথা হয়তো শিগগিরই সত্য হবে! এই মুহূর্তে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের দ্বিতীয় সেরা বোলার তিনি। টেস্টে আছেন সাত নম্বরে। এখন পর্যন্ত মাত্র ১৪ টেস্ট খেলে ২০ দশমিক ৩৩ গড়ে ৬৮ উইকেট নিয়েছেন। ৬৪ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১০৪টি। আর ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন।