হঠাৎ চটেছেন গেইল
২৯ এপ্রিল ২০২০ ১৩:০৬
ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ান। দুজন জুটি গড়ে দেশকে কত ম্যাচ জিতিয়েছেন ইয়ত্তা নেই। কিন্তু তাদের বর্তমান সম্পর্কটা হয়ে পড়েছে সাপে-নেউলের মতো! সাবেক সতীর্থকে করোনাভাইরাসের চেয়েও খারাপ বলেছেন গেইল।
ওয়েস্ট ইন্ডিজের দুই তারকার মধ্যে ঝামেলাটা বেঁধেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চুক্তি নিয়ে। গত বছর সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে তিন বছরের চুক্তি করেন গেইল। কিন্তু বছর না ঘুরতেই ক্যারিবিয়ান দানবের সঙ্গে চুক্তি বাতিল করেছে তালাওয়াস। গেইল মনে করছেন, এতে হাত আছে দলটির সহকারী কোচ ও সাবেক সতীর্থ সারওয়ানের।
ইউটিউবের একটি ভিডিওতে সারওয়ানকে রীতিমতো ধুয়ে দিয়েছেন গেইল। ক্যারিবিয়ান দানব বলেন, ‘সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও ভয়ংকর। তালাওয়াসের যা হয়েছে, এর পেছনে তুমিই কলকাঠি নেড়েছো। কারণ মালিকদের সঙ্গে তোমার খুব দহরম মহরম। অথচ আমার গত জন্মদিনেও জ্যামাইকাতে এসে লম্বা ভাষণ দিয়েছিলে, বলেছিলে আমরা কিভাবে উঠে এসেছি, আমাদের কত ভালো বন্ধুত্ব।’
গেইল বলেন, ‘সারওয়ান, তুমি একটা সাপ। তুমি প্রতিশোধপরায়ন। এখনো মানসিকভাবে অপরিণত। মানুষকে এখনো পেছন থেকে ছুরি মার তুমি। এখনো তুমি কথা ছড়াও। মানবিকতা কবে বদলাবে তুমি?’
উল্লেখ্য, জ্যামাইকার চুক্তি হারিয়ে আগামী মৌসুমের জন্য সেন্ট লুসিয়ায় যোগ দিয়েছেন গেইল। এর আগে তার নেতৃত্বেই দুবার সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে জ্যামাইকা, ২০১৩ ও ২০১৬ সালে। মাঝখানে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে দুই মৌসুম খেলে গত বছর আবারও জ্যামাইকায় ফিরেছিলেন।