Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা’র চিকিৎসক বলছেন সেপ্টেম্বরের আগে ফুটবল নয়


২৯ এপ্রিল ২০২০ ১৪:২৩

ইউরোপ জুড়ে তাণ্ডব চালিয়ে বর্তমানে কিছুটা মন্থর গতি অবলম্বন করছে করোনভাইরাস। তার ভয়ংকর রূপ কিছুটা হলেও আলাড় করছে কোভিড-১৯। আর তাতেই ইউরোপের স্থগিত হওয়া ফুটবল লিগ গুলো পুনরায় শুরুর জন্য নড়েচড়ে বসেছে লিগ কর্তৃপক্ষগুলো। এর মধ্যেই অনুশীলনের জন্য দিন নির্ধারণ করে দিয়েছে স্পেন ও ইতালি। তবে ফিফার চিকিৎসকদের প্রধান কথা বলছেন ভিন্ন সুরে। তার মতে সেপ্টেম্বরের আগে মাঠে ফুটবল ফেরানোটা বিধ্বংসী সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফার মেডিকেল দলের প্রধান মাইকেল হজ বলেন, ‘আমার মনে হচ্ছে করোনাভাইরাসের প্রভাব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তারপরেও আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে। বিশ্ব এখনো পেশাদার ফুটবলের জন্য প্রস্তুত নয়।’

লিগগুলো সেপ্টেম্বরের ১ তারিখের আগে মাঠে গড়াতে দেওয়াটা ভুল হবে বলে হজ বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সব থেকে ভয়ংকর বাধা ছিল। আমরা করোনাভাইরাসকে ছোট করে দেখতে পারি না। আমাদের আরো বাস্তববাদী হতে হবে। আর ফুটবল কেবল তখনই মাঠে গড়ানো সম্ভব যখন মানুষের সংস্পর্শে আসা সম্ভব হবে।’

করোনাভাইরাস ফিফা ফিফা'র চিকিৎসক সেপ্টেম্বরের আগে ফুটবল নয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর