Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুখ্যাত দীপক আগারওয়াল নিষিদ্ধ


২৯ এপ্রিল ২০২০ ২০:০৫

সাকিব আল হাসানকে হোয়াটসঅ্যাপে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন ভারতের কুখ্যাত বুকি দীপক আগারওয়াল। এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে প্রমাণের সাপেক্ষে আইসিসি’র দুর্নীতি দমন বিভাগ নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এবার সেই দীপক আগারওয়ালকেই ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি। এখানেই শেষ নয়, ৬ মাসের জন্য বরখাস্তও হয়েছেন তিনি। তবে তার নিষিদ্ধ হওয়ার কারণ ভিন্ন।

বিজ্ঞাপন

২০১৮ সালে টি-টেন লিগে তার দল সিন্ধ এর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল। কিন্তু সত্বাধীকারী হওয়া সত্বেও তিনি সেই অভিযোগ তদন্তে গড়িমসি দেখিয়েছেন এবং তদন্তের আলামত নষ্ট করেছেন। ফলে এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি।

অনুচ্ছেদ ২.৪.৭ ধারা মোতাবেক তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আইসিসি’র দুর্নিতী দমনের এই ধারায় সুস্পষ্ট বলা আছে, তদন্তের আলামত নষ্ট, বিলম্ব ও লুকানোও দুর্নীতির পর্যায়েই পড়ে।

বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে আইসিসি।

সংস্থাটি আরো জানিয়েছে দীপক আগারওয়াল সব অপরাধ স্বীকার করে নিয়েছেন। ২০২১ সালের ২৭ অক্টোবর আবার তিনি ক্রিকেটীয় কার্যক্রমে ফিরেতে পারবেন।

আইসিসি কর্তৃক নিষিদ্ধ জুয়াড়ি টপ নিউজ দীপক আগারওয়াল সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর